সংস্কার ও নির্বাচন ইস্যুতে কোন দল কী করবে না করবে সেটা অন্তর্বর্তী সরকার বলে দেবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গ্রীন রোডের পানি ভবনে আয়োজিত উদ্বোধনী কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন কার্যক্রমে বিনিয়োগ এবং আর্থিক সহায়তা সংগ্রহে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, দ্বিপাক্ষিক দাতা সংস্থা এবং বেসরকারি খাতের সমন্বিত প্ল্যাটফর্ম বাংলাদেশ জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরের লক্ষ্যে এই কর্মশালা।
নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে রিজওয়ানা বলেন, ‘উপদেষ্টা পরিষদ থেকে কেউ রাজনৈতিক দল গঠন করছে কি না সেটা আমার জানা নাই।’
অন্তর্বর্তী সরকারে নিরপেক্ষতার ইস্যু নিয়ে তিনি বলেন, ‘বিএনপি নিজেই তো বলছে এখনও অনাস্থার কিছু নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সেটা সরকারের প্রধান উপদেষ্টা আগেই বলেছেন। এই সময়ের মধ্যেই সংস্কার শেষ হবে কি না সেটা তো বলা যায় না।’
কমিশনগুলো চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর প্রক্রিয়ার ওপর জোর দিয়ে সেটা যেন স্বচ্ছ হয় সেটাই মূল কাজ বললেন রিজওয়ানা।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের কেউই মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করবে না। একটি বিশেষ দল এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছুই (ঘোষণাপত্র নিয়ে) করা হবে না।’
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, দ্বিপাক্ষিক দাতা সংস্থা থেকে আর্থিক সহায়তার বিষয়ে রিজওয়ানা বলেন, ‘আমারা সফট লোন চাই, সমস্যা সমাধান না করে লোন বাড়তে থাকলে সেটা হিতে বিপরীত হবে। তাই কম থেকে কম লোনেই আমাদের কাজ করতে হবে।’
শুধু মেগা প্রজেক্টের নামে পরিবেশকে ভুলে গেলে চলবে না জানিয়ে তিনি বলেন, ‘পরিবেশ প্রকৃতিকে মাথায় রেখেই অর্থায়ন এবং পরিকল্পনা সাজাতে হবে। পরিবেশ এবং জীবাশ্ম জ্বালানিকে জন-গুরুত্বপূর্ণ ধরে নিয়েও এগুতে হবে। নইলে পরিবেশকে বাঁচানো সম্ভব হবে না।
বাংলাদেশ সময়: ১৫:১৩:৪৩ ১০ বার পঠিত