ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ আগস্টের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণপূর্ত উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ আগস্টের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণপূর্ত উপদেষ্টা
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ আগস্টের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে জুলাইয়ের গণহত্যাকারী ও অপরাধীদের বিচার করা।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের কল্যাণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেভাবে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছে, সেভাবে জুলাই শহিদদেরও দায়িত্ব নিবে। সকল শহিদ পরিবারকে ভাতা দেওয়া হবে।

আদিলুর রহমান খান আজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- শহিদ পরিবারের সদস্যরা, অধিকারের পরিচালক নাসির উদ্দীন এলান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকরা ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মুন্সীগঞ্জের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জুলাই অভ্যুত্থানে মুন্সীগঞ্জ জেলায় ১৫ জন শহিদের পরিচয় ও তথ্য উপস্থাপন করেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদে সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় শহিদদের পিতা, মাতা ও ভাই শহিদদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

এ সময় কয়েকজন আহত শিক্ষার্থী তাদের বক্তব্য তুলে ধরেন।

উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ’২৪ বিপ্লবের সুতিকাগার’ আলোকচিত্র গ্যালারি ঘুরে দেখেন।

পরে আদিলুর রহমান খান মুন্সীগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শিরোনামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৪৪   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
না.গঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণ দরকার: ডিসি
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে - ধর্ম উপদেষ্টা
‘সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে’ : সংস্কার কমিশনে প্রত্যাশা
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব
সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ