নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: ডিসি
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সোহান সরকার, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্র শিবিরের মহানগর সাধারণ সম্পাদক অমিত হাসান, আমিনুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, জাহিদ হাসান সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকরা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জের দুটি স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। স্টেডিয়ামগুলোতে গ্যালারি, খেলোয়াড়দের কক্ষ এবং স্যানিটেশন সুবিধার অভাব রয়েছে, যা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদী পরিষ্কার করার জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষার প্রসার ঘটাতে শহরের দুটি গ্রন্থাগার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে এবং এটি এ বছরেই সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন কোচিং সেন্টারে যাওয়া বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “সমাজে শিক্ষকদের অবস্থান ধরে রাখা এবং ছাত্রদের সামনে আদর্শ হয়ে ওঠার দায়িত্ব শিক্ষকদের। মেধা গুরুত্বপূর্ণ, তবে সামাজিক আচরণ এবং দায়িত্ববোধও সমানভাবে প্রয়োজন।”

বাংলাদেশ সময়: ২২:১০:২৩   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমরা খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই, ওয়াং ইউবোকে প্রধান উপদেষ্টা
বোরো ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
সবার চিকিৎসার জন্য উন্মুক্ত হলো দেশের রেলওয়ে হাসপাতাল
ইতালিতে ‘বরবাদ’ দেখতে প্রবাসীদের ঢল
মানবসম্পদ উন্নয়নসহ উচ্চশিক্ষার ৬ খাতে সহযোগিতার আগ্রহ এএফডির
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলম
পোপ ফ্রান্সিস মারা গেছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ