রংপুরকে হারিয়ে প্লে অফে এক পা চিটাগাংয়ের

প্রথম পাতা » খেলাধুলা » রংপুরকে হারিয়ে প্লে অফে এক পা চিটাগাংয়ের
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



রংপুরকে হারিয়ে প্লে অফে এক পা চিটাগাংয়ের

হঠাৎ ছন্দপতন রংপুর রাইডার্সের। টানা দুই ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরে গেছে উড়তে থাকা রংপুর। এবার চিটাগাং কিংসের বিপক্ষেও বড় স্কোর গড়তে ব্যর্থ তারা। শুরুর দিকে একের পর এক উইকেট হারানো রংপুর শেষ পর্যন্ত ইফতিখার আহমেদ এবং শেখ মেহেদীর ব্যাটে পেয়েছে লড়াকু সংগ্রহ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগাং কিংস। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে নুরুল হাসান সোহানের দল।

এদিন দ্বিতীয় ওভারেই ওপেনার স্টিভেন টেইলরের উইকেট হারায় রংপুর। শরিফুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি যুক্তরাষ্ট্রের এই মারকুটে ওপেনার।

দলীয় ১৮ রানে আরেক ওপেনার সাইফ হাসানও বিদায় নেয়। খালেদ আহমেদের বলে আউট হওয়ার আগে ৮ বলে ৮ রান করেন সাইফ।

সৌম্য সরকার ভালো শুরু পেয়েছিলেন। ২টি চার ও ১টি ছক্কা মেরে দিনটা নিজের করে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু এই বাঁহাতি রানআউটে কাটা পড়েন। তার আগে ১৭ বলে করেন ২৩ রান।

৩৭ রানে ৩ উইকেট হারানো রংপুর খোলস ছেড়ে বের হতে পারছিল না। অধিনায়ক নুরুল হাসান সোহান এবং ইফতিখার আহমেদ জুটি গড়লেও হাত খুলতে পারছিল না। ১২তম ওভারে খালেদ এই জুটি ভাঙেন সোহানকে ফিরিয়ে। ২১ বল খেলে মাত্র ৯ রান করেন রংপুরের অধিনায়ক। দলের স্কোর তখন ৪ উইকেটে ৬১।

পরের ওভারে ইরফান শুক্কুরও (১) বিদায় নেন। ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে ইফতিখারকে সঙ্গ দেন শেখ মেহেদী। ৪৬ বলে ৭৫ রানের জুটি গড়ে রংপুরকে লড়াকু পুঁজি এনে দেন তারা।

ইফতিখার অর্ধশতক তুলে নেন। ৪৭ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬৫ রান করে অপরাজিত থাকেন এই পাকিস্তানি। মেহেদী ২০ বলে ৩ চারে করেন ২২ রান।

চিটাগাংয়ের পক্ষে খালেদ ৪ ওভারে ৪৪ রানে ২ উইকেট শিকার করেন। ১টি করে উইকেট শিকার করেন শরিফুল এবং শামিম।

সৌম্য সরকার ভালো শুরু পেয়েছিলেন। ২টি চার ও ১টি ছক্কা মেরে দিনটা নিজের করে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু এই বাঁহাতি রানআউটে কাটা পড়েন। তার আগে ১৭ বলে করেন ২৩ রান।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫২   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ