![চুরি করবে কিন্তু তাদের চোর বলা যাবে না: রফিউর রাব্বি](https://www.news2narayanganj.com/cloud/archives/2025/01/4wgsibk8-thumbnail.jpg)
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, “৫ আগস্টের পরে বিভিন্ন জায়গায় পরিবর্তন এসেছে। সিটি কর্পোরেশনেও পরিবর্তন এসেছে। সেখানে অর্থ বাণিজ্য ধুমছে চলছে। কিন্তু সমালোচনা করলে তারা নিতে পারবে না। অর্থাৎ, তারা চুরি করবে কিন্তু তাদের চোর বলা যাবে না।”
বুধবার (২৯ জানুয়ারি) শহরের শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে সামাজিক সংগঠন ‘নগর ভাবনা’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রফিউর রাব্বি বলেন, “আমরা অনেক কিছু জানি কিন্তু বলি না। বলার চেষ্টাও করি না। কারণ, আমরা মনে করি শত্রু বাড়িয়ে লাভ কি?”
তিনি উল্লেখ করেন, “শহরের সাড়ে নয় লাখ নাগরিকের ভোগান্তির জন্য মাত্র আড়াই-তিন হাজার হকার রাস্তাগুলো দখল করে যানজট তৈরি করছে। আমরা তা নিয়ে কথা বলি না। রাজনৈতিক নেতারা এখান থেকে টাকা নিচ্ছে, সেটাও আমরা বলি না। আমরা শুধু নিরাপদ থাকতে চাই।”
তিনি আরও বলেন, “শুধুমাত্র সরকারকে দোষারোপ করলেই হবে না, নাগরিকদের নিজেদের দায়িত্বও নিতে হবে। আমরা নিজের শহরকে নিরাপদ রাখতে চাই, কিন্তু অব্যবস্থাপনাগুলো মেনে নিচ্ছি।”
তিনি বলেন, “শাসক গোষ্ঠী বলে রাষ্ট্রের মালিক জনগণ। কিন্তু বাস্তবে জনগণকে তাদের মালিকানা থেকে দূরে সরিয়ে রাখা হয়। ২৪ জানুয়ারির আন্দোলন মালিকানা উদ্ধারের আন্দোলন ছিল। কিন্তু গত পাঁচ মাসের চিত্র দেখলে বোঝা যাবে, আমরা আসলে কতটা মালিকানা ফিরে পেয়েছি। শুধুমাত্র ভোট দেওয়া মালিকানা প্রতিষ্ঠার পথ নয়। দেশের, সমাজের, শহরের দায়িত্ব নিতে হবে, সেটাই প্রকৃত মালিকানা।”
রফিউর রাব্বি শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে বলেন, “একসময় এই নদীর পানি ব্যবহার করা যেত। কিন্তু আমরা নিজেরাই এটিকে গলাটিপে হত্যা করেছি। বৃষ্টি হলে শহরের রাস্তা ডুবে যায়, তখন সবাই অভিযোগ করে, অথচ নিজেরাই ড্রেনে আবর্জনা ফেলি।”
তিনি আক্ষেপ করে বলেন, “আমাদের এই মানসিকতার পরিবর্তন না হলে ফেরেশতা এসেও সমস্যার সমাধান করতে পারবে না।”
এডভোকেট মাজেদুল হক রাজনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর ভাবনা সংগঠনের আহবায়ক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ, নারাণয়গঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ভবানী শংকর রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিকরা।
বাংলাদেশ সময়: ২৩:৩৫:১২ ৫৫ বার পঠিত