সামরিক ঘাঁটি চাইলে ফেরত দিতে হবে আসাদকে

প্রথম পাতা » আন্তর্জাতিক » সামরিক ঘাঁটি চাইলে ফেরত দিতে হবে আসাদকে
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



সামরিক ঘাঁটি চাইলে ফেরত দিতে হবে আসাদকে

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আসাদকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবে বলে জানান তিনি। রাশিয়ার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দামেস্ক সফরে গেলে এ আহ্বান জানান শারা।

গেল বছরের শেষ দিকে তাহরির আল শাম ‘এইচ.টি.এস’ আচমকা হামলা চালায় সিরিয়ার বিভিন্ন শহরে। তাদের অভিযানের মুখে অনেকটা লড়াই ছাড়াই পিছু হটে নিরাপত্তা বাহিনী। এইচটিএস রাজধানী দামেস্কে হামলা চালালে দেশ ছেড়ে পালান বাশার আল-আসাদ। এরপর থেকেই তিনি রাশিয়ায় অবস্থান করছেন।

দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদের পতনের পর প্রথমবার সিরিয়া সফরে গেছেন মস্কোর প্রতিনিধি দল। বৈঠক করেন সিরিয়ার নতুন প্রসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের খবর, বৈঠকে বাশার আল-আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন শারা। বিনিময়ে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে, দেশটির নতুন প্রশাসন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে রাশিয়াকে অতীতের ভুল স্বীকার করতে হবে। পাশাপাশি সিরিয়ার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে।

যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে।

মিত্র আসাদের পতন ঘটলেও সিরিয়ায় তারতুস নৌ-ঘাঁটি এবং খমেইমিম বিমানঘাঁটি ধরে রাখতে চায় রাশিয়া। এই ঘাঁটিগুলো ভূমধ্যসাগরে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক সোভিয়েত ইউনিয়ন অঞ্চলের বাইরে এগুলোই রাশিয়ার একমাত্র সামরিক ঘাঁটি।

বাংলাদেশ সময়: ১৪:৩২:২৬   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজারো মানুষের বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৩৮ জন নিহত ১০২ জন আহত
মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক
স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতে কূটনীতিকদের সংবর্ধনা
পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির
ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় ঐতিহাসিক চুক্তিতে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশগুলো
বিক্ষোভের মধ্যেই সার্বিয়ায় নতুন সরকার
বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র
গাজা যুদ্ধবিরতির জন্য জিম্মি মুক্তির দাবি ইসরাইলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ