চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ অস্ট্রেলিয়া ক্রিকেটে। পিঠের ইনজুরির কারণে আসন্ন টুর্নামেন্টটি থেকে ছিটকে গেছেন অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। আজ (শুক্রবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না মার্শের। বাজে ফর্মের কারণে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দলে জায়গা হারিয়েছিলেন। এ ছাড়া পুরো মৌসুম জুড়েই চোটে ভুগছিলেন। সর্বশেষ বিগ ব্যাশে একটি ম্যাচ খেলে বিশ্রামে ছিলেন। চোট সত্ত্বেও তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আসন্ন প্রতিযোগিতায় খেলা হচ্ছে না তার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘পিঠের নিচের দিকের ব্যথা ও শারীরিক ত্রুটির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। পুনর্বাসন পরিকল্পনা মতো না হওয়ার কারণে জাতীয় নির্বাচক প্যানেল এবং অস্ট্রেলিয়ার পুরুষ দল মার্শকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলে চোট সমস্যা যেন বড় দুশ্চিন্তা বয়ে এনেছে। মার্শের পাশাপাশি খেলা নিয়ে অনিশ্চয়তা আছে অধিনায়ক প্যাট কামিন্সেরও। গোড়ালির চোটে ভুগছেন তিনি। চলমান শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলেও নেই তিনি। যদিও ইনজুরির পাশাপাশি এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিও চলছে তার। আবার মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে আছেন জশ হ্যাজেলউডও। সব মিলিয়ে বেশ বেকায়দায় ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে, মার্শ ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজ ব্যর্থ ছিলেন তিনি। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো কারণে স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে দলগুলোর।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অজিরা টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৩   ৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ