ব্রিকসকে ফের কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রিকসকে ফের কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



ব্রিকসকে ফের কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসকে ফের সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা চালু করলে সদস্য দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমরা এই দেশগুলোর কাছ থেকে এমন একটি প্রতিশ্রুতি চাইব যে তারা ব্রিকস মুদ্রা তৈরি করবে না এবং ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রাকে সমর্থন করবে না। অন্যথায় তারা ১০০ শতাংশ শুল্কের সম্মুখীন হবে এবং মার্কিন অর্থনীতিতে বিক্রি করতে তারা ভুলে যাবে।’

ট্রাম্প আরও লেখেন, ‘ব্রিকস দেশগুলো যখন ডলার থেকে সরে যেতে চায়, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। তারা অন্য কোনো দেশের কাছে সাহায্য চাইতে যেতে পারে, কিন্তু ব্রিকস কখনও আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে প্রতিস্থাপন করতে পারবে না।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘এই শেষ সময় যে আমরা এই বিষয়টি উপেক্ষা করব। যেকোনো দেশ যদি এমন পদক্ষেপ নেয়, তাদের উচিত আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা।’

গত নভেম্বরও ট্রাম্প এই ধরনের একটি বিবৃতি দিয়েছিলেন। সেই সময় রাশিয়া বলেছিল যে মার্কিন ডলার ব্যবহার করতে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা উল্টো ফল দেবে।

ব্রিকস জোট ২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন নিয়ে প্রতিষ্ঠিত হয় এবং ২০১১ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগদান করে। এছাড়া ২০২৪ সালে মিশর, ইরান, আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়া এই জোটে যোগ দিয়েছে।

ব্রিকস জোটের কোনো সাধারণ মুদ্রা নেই। তবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর এই বিষয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় কিছুটা গতি এসেছে।

গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানো এবং স্থানীয় মুদ্রাকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে ‘ব্রিকস ক্রস-বর্ডার পেমেন্ট ইনিশিয়েটিভ’ অনুযায়ী সদস্য দেশগুলোর মধ্যে ব্যাংকিং নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং স্থানীয় মুদ্রায় লেনদেনের সুবিধা নিশ্চিত করা নিয়ে একটি যৌথ ঘোষণা গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩১   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজারো মানুষের বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৩৮ জন নিহত ১০২ জন আহত
মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক
স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতে কূটনীতিকদের সংবর্ধনা
পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির
ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় ঐতিহাসিক চুক্তিতে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশগুলো
বিক্ষোভের মধ্যেই সার্বিয়ায় নতুন সরকার
বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের জনগণ: যুক্তরাষ্ট্র
গাজা যুদ্ধবিরতির জন্য জিম্মি মুক্তির দাবি ইসরাইলের
ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ