ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু, কী নিয়ে আলোচনা?

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু, কী নিয়ে আলোচনা?
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু, কী নিয়ে আলোচনা?

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় অমানবিক আগ্রাসনের নির্দেশদাতার যুক্তরাষ্ট্র সফর নিয়ে এরইমধ্যে ব্যাপক সমালোচনা চলছে। যদিও এ সফরকে বিজয় হিসেবে দেখছেন নেতানিয়াহু।

অভিযোগ রয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ইসরাইলের মানচিত্র আরও বড় করার পরিকল্পনা করছেন নেতানিয়াহু।

দুই নেতার সাক্ষাতে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে কি না, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। কাতারের প্রধানমন্ত্রী দ্রুত এ বিষয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন। আবার ইসরাইলের ডানপন্থি নেতাদের ক্রমাগত যুদ্ধ শুরুর চাপ বিষয়টিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এরমধ্যেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি বেশিদিন টিকবে না বলে মনে করেন তিনি। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য যুদ্ধবিরতি নিয়ে নেতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু হামাসকে নির্মূলের বিষয়ে প্রস্তাব রাখতে পারেন বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল। উপত্যকাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শাসনের অবসান ঘটানো তার মূল লক্ষ্য বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এদিকে, ইরান ইস্যুতে বেশি জোর না দিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণের জন্য ইসরাইলের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ইসরাইলের সরকারি এক কর্মকর্তা।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে তিনি আরও জানান, গাজা পুনর্গঠনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এক হয়ে কাজ করতে চান ট্রাম্প। নেতানিয়াহু কখনো ট্রাম্পের বিরোধিতা করবেন না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:১০:১২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু, কী নিয়ে আলোচনা?
সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ
নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করল ইরান
সিরিয়ায় ২৩ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি তুরস্কের
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের
ইউক্রেনের ঐতিহাসিক ভবন লক্ষ্য করে রাশিয়ার হামলা, আহত ৭
এবার চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিতর্কিত ‘গুয়ান্তানামো বে’ জেলে শরণার্থী শিবির খুলছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত
ব্রিকসকে ফের কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ