![নারায়ণগঞ্জে জেলা আদালত, ডিসি ও এসপি অফিসের সামনে শেখ মুজিবের ম্যূরাল ভাঙচুর](https://www.news2narayanganj.com/cloud/archives/2025/02/ng-sheikh-mujib-thumbnail.png)
নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করছে বিএনপিপন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে জেলা প্রশাসকের কার্যালয় ভবনের নিচতলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে থাকা বিপুল সংখ্যক ছবি ভাঙচুর ও অপসারণ করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এই ভাঙচুর কার্যক্রম চালানো হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর কারণে প্রশাসন কলঙ্কিত ও দলীয়করণে পরিণত হয়েছিল। ফলে মানুষ দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এখন থেকে প্রশাসন ও বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে এবং মানুষ ন্যায়বিচার পাবে।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমান ও তাদের দোসররা যেসব স্থানে শেখ মুজিবের ছবি টানিয়ে মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে সবগুলো স্থান থেকে আমরা ছবি অপসারণ করব। নারায়ণগঞ্জে স্বৈরাচারের দোসরদের কোন চিহ্ন রাখা হবে না।’
এছাড়া আজকের মধ্যেই শহরের চাষাঢ়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়ি ‘হীরামহল’ ও আওয়ামী লীগের সুতিকাগার হিসেবে পরিচিত ‘বায়তুল আমান’ ভবন ভেঙে ফেলার ঘোষণাও দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনিপির এই নেতা।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৩ ৭ বার পঠিত