![গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ইসরাইল: ট্রাম্প](https://www.news2narayanganj.com/cloud/archives/2025/02/tramp-thumbnail.png)
ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা হলেও, নিজের সেই অবস্থানে যেন অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষে ইসরাইল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে।
গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা প্রথম ঘোষণার পর বিশ্ব নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। তবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, যুদ্ধ শেষে ইসরাইল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। দাবি করেন, ফিলিস্তিনিদের নিরাপদ ও আধুনিক আবাসন দেয়া হবে এবং এ কাজে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না।
যদিও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জানিয়েছেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার বিস্তারিত তথ্য এখনো তাদের কাছে নেই।
তিনি বলেন,
গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তাভাবনা প্রয়োজন। তবে ফিলিস্তিনিদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হতে হবে এবং অন্যান্য দেশ তাদের গ্রহণে সম্মত হতে হবে। এজন্য দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিকে, ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিকল্পনা যুদ্ধবিরতি চুক্তিকে ধ্বংস করবে এবং নতুন করে সংঘাত তৈরি করবে।
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব অপ্রয়োজনীয় এবং এটি আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বর্তমানে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
গাজায় যেকোনো ধরনের জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো মেনে চলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪:০৯:২৪ ৮ বার পঠিত