জাতীয় নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা জানালেন প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা জানালেন প্রধান উপদেষ্টা
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



জাতীয় নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা জানালেন প্রধান উপদেষ্টা

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-তে একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ের পাশাপাশি দেশ পুনর্গঠনের নানা পরিকল্পনা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি।

এনএইচকের প্রতিবেদন মতে, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সাক্ষাৎকারে তিনি জানান, দেশ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আরও শক্তিশালী হয় সেটা নিশ্চিত করতে চান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন,

যে পরিস্থিতিতে আমরা ক্ষমতায় এসেছি, সেই বিবেচনায় আমি মনে করি আমরা (অন্তর্বর্তী সরকার) অনেক দূর এগিয়েছি। কারণ তখন সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছু একটা বিধ্বস্ত অবস্থায় ছিল।

এরপর নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে হলে নির্বাচন অপরিহার্য পদক্ষেপ। চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে নতুন সরকার গঠিত হবে তাদের কাজ করার জন্য নিরাপদ ও শক্তিশালী ভিত্তি থাকবে।’

এক্ষেত্রে দেশের তরুণরা প্রভাবশালী ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। যেমন গত বছরের গণআন্দোলনে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

তিনি বলেন, তরুণরা যা করতে চায় তা হলো, ‘সৃজনশীল শক্তি প্রদর্শন এবং তা বিশ্বের সাথে ভাগ করে নেয়া। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। দেখা যাক আমরা কতটুকু এগোতে পারি।’

সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৮   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্যোগ ও দুর্বিপাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: মহাপরিচালক
বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি
সংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের দায়িত্বশীলরা তত সচেতন হবে: মাহফুজ আলম
কোরবানিতে পশু সরবরাহে বিশেষ ট্রেন থাকবে: উপদেষ্টা ফরিদা
মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক
খাদ্য উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদলের বৈঠক
রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
‘প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না’
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে : রিজভী
পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ