ট্রেনে হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ৪ বিএনপি নেতা কারামুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রেনে হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ৪ বিএনপি নেতা কারামুক্ত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



ট্রেনে হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ৪ বিএনপি নেতা কারামুক্ত

শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার বিএনপি নেতা হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাদের মুক্তি দেয়া হয়।

মুক্তি পাওয়া নেতারা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু, জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কে এম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজিজুর রহমান শাহীন এবং বিএনপির স্থানীয় নেতা শামসুল আলম।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ মামলার ৪৭ আসামির সবাইকে খালাস দেন। এর আগে এ চার বিএনপি নেতা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন।

মুক্তির খবরে সকাল থেকেই ঈশ্বরদী থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী গাড়িবহর নিয়ে কারাগারের সামনে অবস্থান করেন। কারাগারের ফটক খুলে দেয়ার পর নেতাকর্মীরা কারাগারের সীমানার ভেতরে প্রবেশ করে নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন। চারপাশ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ তৎকালীন ছাত্রদল নেতা জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করে।

২০১৯ সালে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে হাইকোর্টের রায়ে গত ৫ ফেব্রুয়ারি সব আসামি খালাস পান।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৪৫   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে হত্যা মামলায় যুব-ছাত্রলীগের ৩ নেতা আটক
না.গঞ্জ জেলায় কোন ধর্মীয় বিভেদ নেই: ডিসি জাহিদুল
মানবাধিকার রক্ষায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার: আদিলুর রহমান
গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার
কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
দেশের শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানির দিকে স্থানান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ফসল উৎপাদনে সক্ষম হতে হবে : সুপ্রদীপ চাকমা
অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাসিনার ৪ মামলার রায়, আশা উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ