সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী।এর আগে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ‘পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান ওরফে রনি বিল্লাহ, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান মিয়া ও জামপুর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার তিন আসামীসহ অন্যান্য মামলায় আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে
বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৭ ৪ বার পঠিত