![জামালপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন সম্পাদক শামীম](https://www.news2narayanganj.com/cloud/archives/2025/02/jam-bnp-thumbnail.png)
জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৬ বছর পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঐতিহ্যবাহী সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ সভাপতি ও ফরিদুল কবীর তালুকদার শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৯ সালে সরিষাবাড়ী উপজেলা বিএনপির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ৬ বছর আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর দলটি আবারো উজ্জীবিত উঠে এবং তৃণমূল বিএনপির নেতাকর্মীরা প্রাণবন্তভাবে দলীয় কার্যক্রম শুরু করে।
যার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় নির্দেশনায় সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রমুখ বক্তব্য দেন।
বিকালে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়।এতে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি আহ্বান করেন। নতুন কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ সভাপতি ও ফরিদুল কবীর তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলরগণ নির্বাচিত করেন।
বিজয়ী সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, বিগত সরকারের লোকজন আমাদের ওপর মামলা-হামলা করে অত্যাচার-নির্যাতন করেছে। তবুও আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম। তারা আমাকে ভালবেসে যে মূল্যায়ন করেছে, সেজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাংলাদেশ সময়: ২০:১৮:০০ ১১৪ বার পঠিত