উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসািচব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি’র পক্ষ থেকে সব-সময়ই ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর প্রতি উদারতা দেখানো হয়েছে।

‘এ উদারতার সুযোগ নিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করছে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা-পরবর্তী সময়ে এ দলটিকে (জামায়াতে ইসলামী) নিষিদ্ধ ঘোষণা করলেও বিএনপি তাতে সায় দেয়নি বরং ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি।’

রুহুল কবির রিজভী আজ বুধবার সন্ধ্যার আগে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর-বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তাহেরপুর পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোহাম্মদ সামসুর রহমান।

অন্যান্যের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ আলী, সদস্যসচিব মামুন-অর-রশিদ ও বাগমারা বিএনপি’র সদস্যসচিব কামাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রিজভী বলেন, ‘আশির দশকে স্বৈরাশাসক এরশাদের বিরুদ্ধে আমরা সব দল মিলে একসঙ্গে আন্দোলন করেছিলাম। ওই সময় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আন্দোলনরত অন্যান্য দলের নেতা-নেত্রীদেরও কথা ছিল, এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে, মুনাফেক জামায়াত কথা রাখেনি, তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সে-সময় নির্বাচনে যায়।’

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আওয়ামী লীগের সময় মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মতের বাইর গেলেই হতে হয়েছে গুম অথবা খুন। আয়নাঘর তৈরি করে বিরোধী নেতা-কর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে। মামলা দিয়েও হয়রানি করা হয়েছে।

বিএনপি’র কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামায়াতের নাম উল্লেখ না করে বলেন, ‘তাদের একটি ছাত্রসংগঠন আছে, যার আত্মপ্রকাশ হয়েছে রগ কাটার মাধ্যমে। এরা এখন ষড়যন্ত্রের বীজ বপন করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময়, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্যসচিব মামুন অর রশিদ ‘জামায়াত-শিবিরের’ সমালোচনা করে তাদের ‘বেইমান’ হিসেবে আখ্যায়িত করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪১   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
মহাসড়কে সোনারগাঁও প্রশাসনের অভিযান, ৩ শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ
অপারেশন ডেভিল হান্ট: চট্রগ্রামে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৪
দেশে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামপন্থী দলগুলোর ঐক্যের দরকার : মুফতি ফয়জুল করীম
সাগরপথে ইতালি যাওয়ার পথে যুবকের সলিল সমাধি, গ্রেপ্তার ২
ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা
বিএনপি সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না: গয়েশ্বর
উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী
সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৪ কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ