![মহাসড়কে সোনারগাঁও প্রশাসনের অভিযান, ৩ শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ](https://www.news2narayanganj.com/cloud/archives/2025/02/j7gvh3uh-thumbnail.jpg)
ঢাকা-চট্টগ্রাম সড়ক ও জনপথের(সওজ)পাশে অবৈধভাবে দখল করা ফলের দোকান,পান দোকান,চায়ের দোকানসহ আরও বিভিন্ন ধরনের প্রায় তিনশত অবৈধ স্থাপনাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। মঙ্গলবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ও পৌরসভার বিভিন্ন জায়গায়, বিকাল ৪ টা হতে রাত ৯টা পর্যন্ত এবং বুধবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত,উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানটি পরিচালনার নেতৃত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। তিনি জানান, প্রায় দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকান বসিয়ে পথচারীদের চলাচলের অযোগ্য করে গড়ে তুলেছে। ফলে জায়গা অপর্যাপ্তের কারণে গাড়ি চালকেরা এলোমেলো ভাবে গাড়ি পার্কিং করাতে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা মালিকদের কয়েকবার নোটিশের মাধ্যমে অভিহিত করলেও তারা কোন কর্ণপাত করেনি। তাই আমরা বাধ্য হয়ে আইনগতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। উচ্ছেদ অভিযান পরিচালনায় উপজেলার আরো প্রায় কয়েকশত দোকান মালিককে নোটিশের মাধ্যমে অভিহিত করা হয়েছে। যদি তারা কর্ণপাত না করে,তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ মোরশেদ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মনজুরুল মোরশেদ,স্থানীয় চেয়ারম্যান নুরুল হক ও স্থানীয় জনগণ।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৭ ২৪ বার পঠিত