![একযুগ পর সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা](https://www.news2narayanganj.com/cloud/archives/2025/02/chqdtbxy-thumbnail.jpg)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ একযুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলের সদস্যরা। সকাল ১০টার কিছু আগে কমিশনে আসেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত আছেন।
এর আগে ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। সে সময় নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্রে সংশোধন এনে জমা দিয়েছিল।
বাংলাদেশ সময়: ১১:২১:৪৪ ১৩ বার পঠিত