বর্তমান প্রজন্মের দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে: এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » বর্তমান প্রজন্মের দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে: এ্যানি
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



বর্তমান প্রজন্মের দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বর্তমান প্রজন্ম যে দেশপ্রেমে জাগ্রত হয়েছে, তা অনুভব করার মতো। এটি আমাদেরকে অনুপ্রাণিত করে। বিশেষ করে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করার পরও তারা পিছপা হয়নি। হেলিকপ্টার থেকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের সঙ্গে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও অভিভাবকরা ছিল। দেশের সাধারণ মানুষের গণআন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য উপর্যপুরী আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়ে ছাত্র-জনতাকে খুন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, জুলাই আন্দোলন ছাড়াও এর আগে অত্যাচার-নির্যাতন ও মামলা-হামলা চালিয়ে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। খুন-গুম করেছে। কিন্তু শেষ পরিণতি, হাসিনা পার্মানেন্ট হতে পারেনি। পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলেছে, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা সরাসরি শেখ হাসিনা নির্দেশ দিয়ে দেশের ছাত্রজনতাকে হত্যা করেছে। বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘ অনুরোধ করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দিয়েছে। জাতিসংঘ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। এটি দেশের জন্য এ মুহূর্তে গুরুত্বপূর্ণ।

যদিও হাসিনা আমাদের দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু বাকি নেই যা তিনি করেননি। কারণ তার কাছে ক্ষমতাই বড় ছিল। ক্ষমতাকে পার্মানেন্ট করার জন্য সে একের পর এক হত্যা-গুম ও খুন করেছে। জাতিসংঘের প্রতিবেদনটি একটি দলিল। এই দলিল বাংলাদেশ সরকারকে সংরক্ষিত করতে হবে। ভবিষ্যতে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র সাহাব উদ্দিন সাবু, হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন ও বিদ্যালয়ের আজীবন সদস্য আলমগীর হোসেন রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২২:৪০   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সংস্কারের গল্প বলে কালক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু
কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন কমিটি অবাঞ্ছিত ঘোষণা, ৫০ জনের পদত্যাগ
ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫
মানুষ নামাজমুখী হলে সমাজের অপরাধ প্রবণতা কমে যায়: ধর্ম উপদেষ্টা
বর্তমান প্রজন্মের দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে: এ্যানি
এশিয়া ট্রান্সপোর্টের বাসে মিলল ১৬ কেজি গাঁজা, গ্রেফতার ২
অপারেশন ডেভিল হান্ট: চট্রগ্রামে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৪
দেশে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামপন্থী দলগুলোর ঐক্যের দরকার : মুফতি ফয়জুল করীম
রমজানের আমদানি পণ্য খালাসে ধীরগতি, দামে প্রভাব পড়ার শঙ্কা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ