জনগণের প্রতিনিধি ছাড়া সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়: তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের প্রতিনিধি ছাড়া সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়: তারেক রহমান
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



জনগণের প্রতিনিধি ছাড়া সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়: তারেক রহমান

জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসা পর্যন্ত সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ’২৪-এর গণঅভ্যুত্থানে আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি এই মতবিনিময় সভায় যুক্ত হন তারেক রহমান।

সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি (ডাইরেক্ট রিপ্রেজেনটেটিভ) দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে- ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই এই সংস্কার পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়।

জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়- তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, যাদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই কেবল জনগণের কথা তুলে ধরতে পারবেন। তারাই কেবল জনআকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সামনের দিকে পরিচালনা করতে সক্ষম হবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাজনৈতিক অধিকার আগে প্রতিষ্ঠিত করতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক স্বাধীনতা না পেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে ভোটের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কয়দিন আগে আমরা দেখেছি যে, ছাত্র সমাজের বেশকিছু সদস্য রাস্তা বন্ধ করে রেখেছেন, কেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন না। জুলাই-আগস্ট মাসে যারা আন্দোলনকে সফল করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত। এই ঘটনা একবার না একাধিকবার ঘটেছে।

তারেক রহমান বলেন, আমার প্রশ্ন, আমরা যদি প্রতিদিনের (ডে টু ডে অ্যাফেয়ার) কিছু কাজ করার চেষ্টা করি- তাহলে কি সঠিকভাবে, সঠিক সময়ে অধিকাংশ মানুষের কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব? অবশ্যই সম্ভব না। তাই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরিভাবে জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না।

সংস্কারের প্রস্তাবনা দু’বছর আগে এই দেশের রাজনীতিবিদরাই জনগণের সামনে তুলে ধরেছেন উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের প্রস্তাবনা দু’বছর আগে এই দেশের রাজনীতিবিদরাই এ দেশের মানুষের কাছে তুলে ধরেছেন। রাজনৈতিক কর্মীরাই সংস্কার এ দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজেই এই দেশে প্রকৃত সংস্কার যদি করতে হয়, রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই রাজনীতিবিদদের বাইরে দেশে বহু মানুষ আছেন, বহু শ্রেণি-পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আইনজীবীরা আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। তার ভিত্তিতেই আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তারেক রহমান বলেন, শুধু ভোটের অধিকার নিশ্চিত করলে চলবে না, ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি একজন ভোটার- আমার যেমন ভোটের অধিকার থাকবে, তেমনি ভোট প্রয়োগে যেন স্বাধীন ও নির্ভয়ে আমাদের পছন্দের প্রতিনিধিকে ভোটের মাধ্যমে আনতে পারে, সে অধিকারও নিশ্চিত করতে হবে।

বৈষম্যহীন সমাজের কথা বিএনপি অনেক আগেই বলেছে, এমনটা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, এখন অনেকে বৈষম্যহীনের কথা বলছেন। আমরা অনেক আগেই সে কথা বলেছিলাম, বৈষম্যহীনের কথা বলেছিলাম। আমরা আমাদের ৩১ দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। আমরা মানুষকে বলার চেষ্টা করছি যে, কী আমাদের ৩১ দফা। ৩১ দফার মূল কথা- একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রতিটি মানুষের। যে বাংলাদেশে রাজনৈতিক অধিকার থাকবে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- মানুষের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম আহ্বায়ক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল, আয়োজক সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারবর্গের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২২:৩২:০৯   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা
‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিসের
পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ পর্যটক নিহত
বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
দেড় বছর পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার
যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ নিয়ে যা বললেন উপদেষ্টা
ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ
লবণ শিল্প রক্ষায় অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান
গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ