তোলারাম কলেজের অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » তোলারাম কলেজের অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



তোলারাম কলেজের অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস-এর বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে তারা। পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী-বান্ধব প্রফেসর স্যারের বদলি আদেশ আমরা প্রত্যাখ্যান করি। আমরা চাই স্যারের বদলি আদেশ বাতিল করা হোক এবং তিনি তোলারাম কলেজেই থাকুন। অতীতের অধ্যক্ষদের তুলনায় প্রফেসর বিমল চন্দ্র দাস আমাদের কলেজের শিক্ষা এবং শিক্ষার্থীদের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ৫ আগস্টের পর যে সংস্কার হয়েছে, তাতে স্যারের সরাসরি অবদান রয়েছে। স্যার শিক্ষা ও কলেজের উন্নয়নে কাজ করছেন, তাই আমরা ক্ষুব্ধ। এমন একজন স্যারের বদলি আদেশ কেন দেওয়া হয়েছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এই ক্ষোভ থেকেই আমরা আজ বিক্ষোভ করেছি। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা পরবর্তী সময়ে আরও বড় বিক্ষোভ কর্মসূচি পালন করব।

এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, এর আগে আমাকে একবার বদলির আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেটি বাতিল হয়েছিল। এখন আবার একটি বদলি আদেশ এসেছে, কিন্তু কোনো কারণ বা তথ্য দেওয়া হয়নি। আজ আমার তোলারাম কলেজে শেষ কর্মদিবস। শিক্ষার্থীদের বলেছি যে এটি একটি সরকারি প্রক্রিয়া, বদলি হলে যেতে হয়। কলেজ ও শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করেছি, তাই হয়তো তারা আন্দোলন করছে।

স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত স্মারকলিপি দিয়েছে। আমরা চাই কলেজের পরিবেশ শান্তিপূর্ণভাবে চলুক এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকুক। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৬   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
রমজানের নিত্যপণ্য আমদানি কতটা বেড়েছে
নির্বাচনের মধ্য দিয়ে দেশটাকে গড়ে তোলার জন্য আমীর খসরুর আহ্বান
বাংলাদেশের মানুষ ‘স্ট্যাবলিশমেন্ট’ মেনে নেয় না : ড. মঈন খান
‘বিপিএম পিপিএম হওয়ার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে’
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে: আদিলুর রহমান
বিস্কুট ও কেকের ভ্যাট সাড়ে ৭ শতাংশ কমিয়েছে এনবিআর
১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়-জাকের
জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ