রমজানের নিত্যপণ্য আমদানি কতটা বেড়েছে

প্রথম পাতা » অর্থনীতি » রমজানের নিত্যপণ্য আমদানি কতটা বেড়েছে
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



রমজানের নিত্যপণ্য আমদানি কতটা বেড়েছে

প্রতিবছর রমজান মাস এলে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। এবার সেই প্রবণতা দেখা গেলেও তুলনামূলক কিছুটা কম। সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, পণ্য আমদানি বাড়ানোর সুফল এটা। পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক যে পরিসংখ্যান দিয়েছে, তাতে দেখা যাচ্ছে— বিগত যে কোনও সময়ের চেয়ে এবছর নিত্যপণ্য বেশি আমদানি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, এবার পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের আমদানি দ্রুত বাড়ছে। গত জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। এমনকি কিছু ক্ষেত্রে আমদানি রোজার চাহিদাকেও ছাড়িয়ে গেছে।

আমদানিকারকরা বলছেন, ফেব্রুয়ারি মাসজুড়ে আরও নিত্যপণ্য আমদানি হবে। ফলে সরবরাহ আরও বাড়বে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বড় কয়েকটি শিল্প গ্রুপের আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা ছিল। এখন দেখা যাচ্ছে, পুরোনো আমদানিকারকদের কেউ কেউ নতুন করে সক্রিয় হয়েছেন। নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান নিত্যপণ্য আমদানিতে যুক্ত হয়েছে। ফলে কোনও সমস্যা হয়নি। ব্যাংকাররাও বলছেন, ঋণপত্র খুলতে এখন ডলারের সংকটও অনেকটা কেটে গেছে।

অন্যদিকে আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুরসহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দিয়েছিল। সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বেড়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) হিসাবে রোজায় বাজারে ভোজ্যতেলের চাহিদা থাকে প্রায় ৩ লাখ টন। অথচ শুধু জানুয়ারি মাসেই সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় ৪ লাখ টন। আর সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয়েছে ৩ লাখ টন। এই বীজ মাড়াই করে পাওয়া যাবে প্রায় অর্ধলাখ টন সয়াবিন তেল, অর্থাৎ রোজার চাহিদার চেয়ে বাজারে সরবরাহ বেশি থাকবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত চার মাসে (অক্টোবর-জানুয়ারি পর্যন্ত) আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি বেড়েছে ৩৪ শতাংশ।

রোজায় চিনির চাহিদাও ৩ লাখ টনের মতো। বিগত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত চিনি আমদানি হয়েছে জানুয়ারি মাসে, ১ লাখ ৫৩ হাজার টন। ফেব্রুয়ারি মাসেও চিনি আমদানি হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত চার মাসে (অক্টোবর- জানুয়ারি পর্যন্ত) আগের বছরের একই সময়ে চিনি আমদানি বেড়েছে ২০ শতাংশ।

রোজায় ১ লাখ টনের মতো ছোলার চাহিদা রয়েছে। জানুয়ারিতে ছোলা আমদানি হয়েছে ৯৩ হাজার টন। ডিসেম্বরে এসেছিল আরও ১৫ হাজার টন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত চার মাসে আগের বছরের একই সময়ে ছোলা আমদানিও বেড়েছে ৬৪ শতাংশ।

আর ১ লাখ টন চাহিদার বিপরীতে জানুয়ারিতে মসুর ডাল এসেছে ৬২ হাজার টন। ফেব্রুয়ারিতেও এই আমদানি অব্যাহত ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত চার মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ডাল জাতীয় পণ্য আমদানি বেড়েছে ৪৪ শতাংশ।

রোজায় মটর ডালের চাহিদাও বেশি থাকে। ব্যবসায়ীদের হিসাবে, রোজায় এক লাখ টন মটর ডালের চাহিদা রয়েছে। গত জানুয়ারিতে আমদানি হয়েছে ১ লাখ ৮ হাজার টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত চার মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মটর ডাল আমদানি বেড়েছে ৮৫ শতাংশ।

ট্যারিফ কমিশনের হিসাবে, রোজায় খেজুরের চাহিদা ৬০ হাজার টন। জানুয়ারিতে এসেছে ২২ হাজার টন। বড় চালান আসার কথা ফেব্রুয়ারিতে। সরকার শুল্ক ছাড় দিয়েছে। এতে প্রতি কেজিতে সর্বনিম্ন ৩০ টাকা, সর্বোচ্চ ১২২ টাকা শুল্ক–কর কমেছে। ব্যবসায়ীরা জানুয়ারি থেকে পুরোদমে আমদানি শুরু করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত চার মাসে আগের বছরের একই সময়ের তুলনায় খেজুর আমদানি বেড়েছে ২৩ শতাংশ।

পেঁয়াজ আমদানি কম। তবে দেশে পেঁয়াজের ভরা মৌসুম চলছে। দাম অনেকটাই কমেছে। রোজার মাস হবে হালি (বীজ থেকে উৎপাদিত) পেঁয়াজের ভরা মৌসুম। ফলে দাম নিয়ে উদ্বেগ কম বলে ব্যবসায়ীরা উল্লেখ করছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত চার মাসে আগের বছরের একই সময়ে পেঁয়াজ আমদানি বেড়েছে ২ শতাংশ। এছাড়া এই চার মাসে আদা আমদানি বেড়েছে ৫৬ শতাংশ এবং রসুন আমদানি বেড়েছে ২০ শতাংশ।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৭   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


রমজানের নিত্যপণ্য আমদানি কতটা বেড়েছে
বিস্কুট ও কেকের ভ্যাট সাড়ে ৭ শতাংশ কমিয়েছে এনবিআর
মার্চে নয়, কবে মিলবে আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি?
সাবেক গভর্নর তালুকদারসহ ২৫ জনের লকার খুঁজে পায়নি দুদক
নির্বাচিত সরকার আসার আগে মূল্যস্ফীতির পূর্ণ সমাধান কঠিন: অর্থ উপদেষ্টা
যৌক্তিক রাজস্ব আহরণে জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
বেক্সিমকোর ৪০ শতাংশ শ্রমিকের অস্তিত্ব পাওয়া যায়নি : বাণিজ্য উপদেষ্টা
রমজানে ছোলা-খেজুরে উত্তাপ বাড়ার শঙ্কা!
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে: বাণিজ্য উপদেষ্টা
ভারত ও পাকিস্তান থেকে আমদানি হচ্ছে এক লাখ টন চাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ