রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে বিভিন্নভাবে প্রভাব ফেলা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বিশপকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে ব্যর্থতা কেবল মিয়ানমার ও বাংলাদেশকে প্রভাবিত করবে না, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

বিশপ জোর দিয়ে বলেন, তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ রাখার জন্য কাজ করছেন এবং আশা করছেন জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ প্রচেষ্টার ক্ষেত্রে যথেষ্ট গতি সঞ্চার করবে।

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে তিনি মিয়ানমারে দ্রুত রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন।

সংঘাতের অবসান ও দেশের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলো মিয়ানমার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এ জন্য সবার সমর্থন প্রয়োজন।

গণ্যমান্য ব্যক্তিবর্গ রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু ইস্যুতে এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সম্মেলনের দীর্ঘস্থায়ী ফলাফল আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

বিশপ দুই দিনের কর্মসূচিতে বাংলাদেশ সফর করছেন এবং তিনি রোহিঙ্গা ক্যাম্প দেখতে আজ কক্সবাজার গেছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবর্তনের সাথে আমাদের দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে: ডিসি
৫৪ বছর পরও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি: গিয়াসউদ্দিন
বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে: ডিজি
আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত আলজেরিয়ার
অযাচিত তর্ক-বিতর্কে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই: তারেক রহমান
মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের
ডিসেম্বরে শেখ হাসিনার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ