ফতুল্লায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় আসামি গ্রেফতার
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



ফতুল্লায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের পর শিশু বাইজিদকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে ফতুল্লা থানা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান।

তিনি জানান, ফতুল্লার শৈলকুড়া এলাকার সাহাবুদ্দিনের পরিত্যক্ত ইটভাটা থেকে গত ২৫ ফেব্রুয়ারি অপহৃত শিশু বাইজিদ (৫) এর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে এবং অভিযুক্ত আসামি ফেরদৌস আলীকে গ্রেপ্তার করে।

ফেরদৌস আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিক মিয়ার পুত্র। তিনি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে শিশু বাইজিদকে অপহরণের পরিকল্পনা করে রেখেছিলেন। তার জবানবন্দি অনুযায়ী, মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা দাবি করা হলেও, শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, “এ ঘটনায় আসামি ফেরদৌস আলী মাদকাসক্ত ছিল এবং সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিশুকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে।”

এসময় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩২   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় আসামি গ্রেফতার
রূপগঞ্জের ৩ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি
রমজানে খাদ্যদ্রব্য মজুদ ও ভেজালের বিরুদ্ধে ডিসির হুঁশিয়ারি
পাহাড় কাটায় জড়িত শ্রমিক নয়, মালিকদের গ্রেফতারের নির্দেশ রিজওয়ানার
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
নির্বাচন নিয়ে যাতে কোনো বিভাজন তৈরি না হয়, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের
জামালপুরে পোগলদিঘা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ইউপি সদস্য লাল
ঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ