বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী মমিনের রহস্যজনক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী মমিনের রহস্যজনক মৃত্যু
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী মমিনের রহস্যজনক মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে মমিনুল ইসলাম মমিন(১৮)এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার মোসুদ্দি ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। সে শারীরিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী।

জানা যায়, গতকাল বিকালে নিহত মমিন ও তার ছোটবোন ডোয়াইল ইউনিয়নে নানা বাড়ীতে বেড়াতে আসে। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানার সাথে মোসুদ্দি মাজার ওরস শরীফে বেড়াতে যায়। ওরস শরীফে বেড়ানোর সময় মুমিনকে হারিয়ে ফেলে নানা। পরে নানা তাকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে বাড়ী চলে যায়। পরে সকালবেলায় মমিনের লাশ পাওয়া যায় ধান ক্ষেতে।

নানা মোহাম্মদ আলী বলেন, রাতে মুমিনকে নিয়ে মোসুদ্দী ওরশ শরীফে বেড়াতে চাই। হঠাৎ করে মুমিন পাশ থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমি বাড়ি চলে আসি। পরে সকালে জানতে পারি ঝিনাইনদীর পাড়ে ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে। এই শুনে এসে দেখি মুমিনের লাশ। স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১:০৪:১৫   ৬০ বার পঠিত