মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা অধিকাংশই নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ তা অধিকাংশ মানুষ ভুলে যায়।
উপদেষ্টা আজ বৃহস্পতিবার সাভারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ওয়ান হেলথের মধ্যে মানুষ ও প্রাণী স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হলেও পরিবেশের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয় না। কিন্তু মনে রাখতে হবে পরিবেশের মধ্যে মানুষ আর প্রাণী আছে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমরা খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বলে থাকি কিন্তু খাদ্য নিরাপদ কিনা তা আমাদের দেখতে হবে। খাদ্য যদি নিরাপদভাবে উৎপাদিত না হয় তাহলে এ ধরনের খাদ্য দিয়ে আমাদের কোনো লাভ নাই।
পরে উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিসিএস লাইভস্টক আ্যাকাডেমির শহীদ সাফওয়ান সদ্যের নামে করা মূল ফটকের উদ্বোধন করেন।
এসময় শহীদ সাফওয়ান সদ্যের বাবা ডা. আখতারুজ্জামান লিটন, মা খাদিজা বিন জুবায়েদ শিল্পী, বোন আতকিয়া জামান তিশমা, বিসিএস লাইভস্টক আ্যাকাডেমির কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমিতে ‘প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং থ্রু স্পেশালাইজড ট্রেনিং কোর্স(এসটিসি) ফর দ্য লাইভস্টক অফিসার্স’ এর সমাপনী কোর্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কোর্সে বিসিএস লাইভস্টক ক্যাডারের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই) এর আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, এলআরআই পরিচালক ড. মো. মোস্তফা কামাল।
বাংলাদেশ সময়: ২২:২৯:০৫ ৭ বার পঠিত