বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

আলী আহাম্মদ চুনকা গণমানুষের জন্য কাজ করেছেন: অ্যাডভোকেট মাসুম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলী আহাম্মদ চুনকা গণমানুষের জন্য কাজ করেছেন: অ্যাডভোকেট মাসুম
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



আলী আহাম্মদ চুনকা গণমানুষের জন্য কাজ করেছেন: অ্যাডভোকেট মাসুম

মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক ও নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার স্মরণসভা এবং প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুল এর বার্ষিক মিলাদ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, “আলী আহাম্মদ চুনকা গণমানুষের জন্য কাজ করে মানুষের হৃদয় জয় করেছেন। স্বাধীনতার পর প্রথম নারায়ণগঞ্জ পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন। চুনকা সাহেব দেশের নির্যাতিত শ্রমিক শ্রেণীর অবিসংবাদিত নেতা ছিলেন এবং তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি কর্মে নিবেদিত প্রাণ ছিলেন, আমি তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করি।”

তিনি আরও বলেন, “আজ তার সুযোগ্য কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী শহরের উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করছেন। আমি মেয়র আইভীর প্রতি শ্রদ্ধা জানাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহাম্মদ আলী রেজা রিপন। তিনি বলেন, “বাবা আমাদের অনেক ছোট রেখে মৃত্যু বরণ করেছেন। তাঁর জানাজায় মন্ডলপাড়া থেকে ২ নং রেলগেইট পার হয়ে ব্যাপক লোকসমাগম হয়েছিল। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন উপলব্ধি করতে পারছি বাবার জনপ্রিয়তা। আমরা তাঁর নীতি অনুসরণ করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সকলের দোয়া প্রার্থনা করছি।”

অনুষ্ঠানে জাহিদুল হক দিপু, প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষকসহ অন্যান্য গুণীজনরা উপস্থিত ছিলেন। পরে প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুল এর বার্ষিক মিলাদ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৭   ১০ বার পঠিত