জামালপুরে প্রতিবন্ধী মোমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে প্রতিবন্ধী মোমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে প্রতিবন্ধী মোমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী মমিনুল ইসলাম মোমিন হত্যা মামলার প্রধান আসামি সীমান্ত কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া কালবেলা কে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরিষাবাড়ী থানার সীমান্তবর্তী এলাকা পরমান্দপুর ডোয়াইল চরে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার ঝোপনা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মমিন (১৮) কে রাতের অন্ধকারে হত্যা করে পার্শ্ববর্তী আব্দুস সামাদ এর ধান ক্ষেতে ফেলে রাখে। সংবাদ পেয়ে গতকাল সকালে পুলিশ উক্ত লাশ উদ্ধার করে জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এরপর তার পরিবার থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হয়। লাশ পাওয়ার পর পরেই তদন্ত শুরু করে সরিষাবাড়ী থানা পুলিশ। জামালপুর জেলা পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং ডিবির এস আই আব্দুল্লাহ আল আজাদ দ্বয়ের তথ্য প্রযুক্তিসহ সার্বিক সহযোগিতায় রাতভর অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামী সীমান্ত (১৯) কে গ্রেফতার করে সরিষাবাড়ী থানার এস আই মির্জা বদরুল হাসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ টিম।

এরপর গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করলে আসামি দোষ স্বীকার করে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দেন। পরে বিজ্ঞ আদালত উক্ত জবানবন্দী রেকর্ড করে তাকে জেল হাজতে প্রেরণ করেন বলে জানান তিনি।

উল্লেখ্য নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার মোসুদ্দি ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। সে শারীরিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী ছিল।

গতকাল বৃহস্পতিবার বিকালে নিহত মমিন ও তার ছোট বোনকে নিয়ে ডোয়াইল ইউনিয়নে নানা বাড়ীতে বেড়াতে আসে। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানার সাথে মোসুদ্দি মাজার ওরস শরীফে বেড়াতে যায়। ওরস শরীফে বেড়ানোর সময় মুমিনকে হারিয়ে ফেলে নানা। পরে নানা তাকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে বাড়ী চলে যায়। পরে সকালবেলায় মমিনের লাশ পাওয়া যায় ধান ক্ষেতে।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৪০   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সনাতনীদের ধর্মীয় পরিচয় যেন কেউ নিজেদের হীনস্বার্থে ব্যবহার করতে না পারে: তারেক রহমান
জাতীয় নাগরিক পার্টি হবে গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল
জামালপুরে বিয়ের দাবিতে বিধবার অনশন
জামালপুরে সাংবাদিক জুলফিকুরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রাজনীতিবিদরা ভালো হলে দেশটি সোনার বাংলা হয়ে যেতো: গিয়াসউদ্দিন
জামালপুরে প্রতিবন্ধী মোমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
আলহাজ্ব আলী নূরের আত্মার শান্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া
গণঅভ্যুত্থান-২০২৪ এ আহতদের গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ
রমজানের প্রয়োজনীয় পণ্যের সমস্যা সাতদিনের মধ্যে সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা
ইসলামি সংস্কৃতি বিকাশে সরকার বহুমাত্রিক প্রকল্প হাতে নিয়েছে: ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ