রাজনীতিবিদরা ভালো হলে দেশটি সোনার বাংলা হয়ে যেতো: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতিবিদরা ভালো হলে দেশটি সোনার বাংলা হয়ে যেতো: গিয়াসউদ্দিন
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



রাজনীতিবিদরা ভালো হলে দেশটি সোনার বাংলা হয়ে যেতো: গিয়াসউদ্দিন

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন বলেন, ‘সারা বাংলাদেশে অনেক মানুষ রাজনীতি করে, যারা রাজনীতি করে তারা যদি ভালো হতো তাহলে আমাদের এই দেশটির সোনার বাংলা হয়ে যেতো। কিন্তু এখন রাজনীতি করে কিভাবে ক্ষমতার দাপট দেখানো যাবে, ক্ষমতা দেখিয়ে কিভাবে অর্থ অর্জন করা যাবে সেটাই তাদের লক্ষ্য। একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২৪শে স্বৈরাচারের পতন আমাদের একটাই শিক্ষা দেয়, আমাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। নিজে মানুষের নতুন স্বপ্ন নতুন চেতনা নিয়ে আছেন, তাদের এই নতুন স্বপ্ন গুলো পূরণ করতে তারাই পারবেন যারা প্রকৃত অর্থে ভালো মানুষ।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন গিয়াসউদ্দিন।

বক্তব্যে তিনি আরও বলেন, ‘যারা প্রকৃত ভালো মানুষ তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই দেশটি ভালো হবে। যদি চোরের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে হাজারো ত্যাগ করে বাংলাদেশকে সুন্দরভাবে গড়া যাবে না। রমজানের সময় মক্কা-মদিনায় মানুষ অনেক দান-সদকা ও খাবার বিতরণ করে। রমজান মাস হলেই এদেশের মানুষের ব্যবসা-বাণিজ্য শুরু হয়। সিন্ডিকেট তৈরি করে গলা কাটা দাম নিয়ে অনেক অর্থ উপার্জন করে। এটা কোন মুসলিমের লক্ষ বা উদ্দেশ্য হতে পারে না।’

গিয়াসউদ্দিন বলেন, ‘বিগত সরকারের আমলে সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যেন কোন প্রতিষ্ঠানের মধ্যে রাজনীতি না যায়। ভালো মানুষটির দিয়েই স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের নেতৃত্ব দিতে হবে। ভালো লোকেদের সম্মান করতে হবে যাতে করে আমাদের ছেলেমেয়েও সম্মান করতে শেখে। একটা খারাপ ছেলে শুধু একটা পরিবারের না সমাজের সকলের ঘুম কেড়ে নেয়। তবে পরিবারের পিতা মাতার কাছে যদি শাসনের চাবুক থাকে তাহলে একটি সন্তান কখনো নষ্ট হতে পারে না। ৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানের পর এখন দেশকে সুগঠিত করতে হলে গণতন্ত্র প্রয়োজন। এই গণতন্ত্র সকল শিক্ষা চিকিৎসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যেও থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত সঠিক মানুষের নেতৃত্বে আসবেনা।

গিয়াসউদ্দিন আরও বলেন, ‘বিগত ১৬-১৭ বছর জনগণ ভোট দিয়ে তার পছন্দের নেতা কে নির্বাচিত করতে পারেনি। কিন্তু এখন সময় ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের নেতাকে ক্ষমতায় আনার। বিএনপি ভোট অধিকারের জন্য বিগত সময় আন্দোলন সংগ্রাম করে আসছে। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম করবে সাথে আপনারাও যুক্ত হন। এই সিদ্ধিরগঞ্জে অনেক অত্যাচার নির্যাতন দেখে গেছি, আর দেখতে চাই না। এই জনগণকে যেন কেউ ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোথাও যদি কোন হিন্দু বা মুসলিম ভাই নির্যাতিত হন আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো।’

বাংলাদেশ সময়: ১৮:৫৬:০১   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সনাতনীদের ধর্মীয় পরিচয় যেন কেউ নিজেদের হীনস্বার্থে ব্যবহার করতে না পারে: তারেক রহমান
জাতীয় নাগরিক পার্টি হবে গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল
জামালপুরে বিয়ের দাবিতে বিধবার অনশন
জামালপুরে সাংবাদিক জুলফিকুরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রাজনীতিবিদরা ভালো হলে দেশটি সোনার বাংলা হয়ে যেতো: গিয়াসউদ্দিন
জামালপুরে প্রতিবন্ধী মোমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
আলহাজ্ব আলী নূরের আত্মার শান্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া
গণঅভ্যুত্থান-২০২৪ এ আহতদের গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ
রমজানের প্রয়োজনীয় পণ্যের সমস্যা সাতদিনের মধ্যে সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা
ইসলামি সংস্কৃতি বিকাশে সরকার বহুমাত্রিক প্রকল্প হাতে নিয়েছে: ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ