আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
রবিবার, ২ মার্চ ২০২৫



আজকের রাশিফল

মেষ: বড় কোনো অসুখের আশঙ্কা নেই। ভাই বা বোনের কাছ থেকে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা নতুন চাকরিতে যোগ দিতে বিদেশ যাত্রা হতে পারে। অর্থ সঞ্চয় খারাপ হবে না। রিয়েল এস্টেটের ব্যবসা শুভ ফল দিতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

বৃষ: সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও পরে বশ্যতা স্বীকার করবে। নতুন জমি এবং বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। অসাবধানতায় পায়ে আঘাত লাগতে পারে। আগের করা লগ্নি থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন: অতিরিক্ত রাগ প্রশমন করতে হবে। বয়স্কদের স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো পুরস্কার, স্বীকৃতি বা বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক প্রলোভন সামনে আসতে পারে। বিবাহযোগ্য পাত্র-পাত্রীদের বিয়ের কথা পাকা হতে পারে। ব্যবসায় আশানুরূপ ফল পেতে বাধার মুখে পড়তে হবে।

কর্কট: কান বা চোখের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। চাকরি পাওয়ার আশা কম। ভাই-বোনের কাছ থেকে সৎ পরামর্শ পেতে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়িক কোনো নতুন চুক্তি না করাই ভালো।

আরও পড়ুন: প্রস্রাব চেপে রেখে ৩ বিপদ ডেকে আনছেন!

সিংহ: উচুস্থান থেকে পড়ে কোমরে আঘাত লাগতে পারে। পাওনা টাকা পেতে দেরি হতে পারে। ভ্রমণে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। কথার কারণে কারও সঙ্গে শত্রুতা হতে পারে। কর্মক্ষেত্রে অধঃস্থন ব্যক্তির কাছ থেকে সতর্ক থাকা প্রয়োজন।

কন্যা: সংক্রামক রোগে ভোগার আশঙ্কা রয়েছে। আয় ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। অংশীদারি বা যৌথ ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকা ভালো। সহজে কাউকে বিশ্বাস করলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তুলা: আজ খরচ বাড়বে। পরিবারের সঙ্গে ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে। কাউকে বিশ্বাস করে গোপন কথা জানালে আর্থিক ক্ষতি হতে পারে। প্রিয় বন্ধুর স্বাস্থ্য খারাপ হওয়ায় বিচলিত হতে পারেন। ব্যবসায় টাকা লাগিয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক: নতুন কোনো কাজে বা উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ফল আশানুরূপ হবে। সম্পত্তিগত বিবাদ আসতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে মনে উৎকণ্ঠা থাকবে। খেলাধূলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো সুযোগ পেতে পারেন। বাড়িতে বন্ধু বা আত্মীয় আসতে পারে।

ধনু: সামগ্রিক উন্নতির জন্য আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। জমি, লোহা ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠলে কী ক্ষতি হতে পারে?

মকর: ব্যবসায়িক পরিকল্পনায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আইনি জটিলতার নিষ্পত্তি হতে পারে। আর্থিক উন্নতির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। লেখাপড়ায় মনোযোগ বাড়ায় পরীক্ষায় ফল ভালো হবে। কোনো বন্ধু অনিষ্ট করার চেষ্টা করতে পারে।

কুম্ভ: জীবনসঙ্গীর স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। নতুন জমি-জমা বা সম্পত্তি কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। নেতিবাচক চিন্তায় মন উদ্বিগ্ন হবে। কাউকে বিশ্বাস করলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

মীন: অতিরিক্ত মানসিক চিন্তায় হতাশাগ্রস্ত হতে পারেন। অপ্রয়োজনীয় কারণে খরচ বাড়বে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সমস্যার সমাধান হবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগে সাময়িক সমস্যা আসতে পারে। ঘর নির্মাণ বা সংস্কার করতে পারেন।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৫৫   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোজার নিয়ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ ৫ মাসয়ালা
চাঁদপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরে সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
পাবনায় ইউএনওর কক্ষেই জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপি নেতারা!
রমজানে ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো বিশেষ প্রার্থনা কক্ষ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু
ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প
দ্রুত আগাবো, গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে: নাহিদ ইসলাম
জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিলেন চালক, নিহত ২
বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানালেন এনসিপি নেতারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ