প্রোটিয়াদের কাছে হেরে যে লজ্জার রেকর্ডে নাম লেখাল ইংল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » প্রোটিয়াদের কাছে হেরে যে লজ্জার রেকর্ডে নাম লেখাল ইংল্যান্ড
রবিবার, ২ মার্চ ২০২৫



প্রোটিয়াদের কাছে হেরে যে লজ্জার রেকর্ডে নাম লেখাল ইংল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তিন ম্যাচের সবকটিতে হেরেছে ইংল্যান্ড। শনিবার (১ মার্চ) দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে তলানিতে থেকে আসর শেষ করল ইংলিশরা। এবারের আসরে নিজেদের সবকটি ম্যাচ হারার ফলে একটি লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে ইংলিশরা।

নিজেদের ইতিহাসে প্রথমবার আইসিসির কোনো ওয়ানডে ইভেন্টে একটাও জয় ছাড়াই ইংল্যান্ড আসর শেষ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কমপক্ষে তিন ম্যাচ খেলেছে, কিন্তু কোনো জয় নেই এমন দলের তালিকায় নাম লিখিয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্টে এর আগে মাত্র ৩টি দল এক আসরে সবকটি ম্যাচ হারার রেকর্ড আছে।

২০০৬ সালে ভারতের মাটিতে টুর্নামেন্টের বাছাইপর্বেই ৩ ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। ২০০৯ সালের আসরে দক্ষিণ আফ্রিকার মাটিতে গ্রুপপর্বের টানা ৩ ম্যাচেই হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া আসরে পাকিস্তান টানা তিন ম্যাচেই হেরে যায় ক্যারিবীয়রা। আর এবার সেই লজ্জার রেকর্ড নাম লেখালো ইংলিশরা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড স্কোর গড়েও হারতে হয়েছে ইংল্যান্ডের। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বোলিং লাইনআপের সামনে ইংল্যান্ডের হার ছিল ৮ রানে। আর সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারে ৭ উইকেটের ব্যবধানে।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগেই ওয়ানডে অধিনায়ক থেকে সরে দাঁড়ান বাটলার। ২০২২ সালে যে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাটলার, তিনি কিনা এবার অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন। বাটলারের উত্তরসূরি কে হবেন এটা এখনও জানায়নি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। তবে ধারণা করা হচ্ছে, বাটলারের ডেপুটি হ্যারি ব্রুকের হাতে যেতে পারে ইংল্যান্ডের দায়িত্ব।

বাংলাদেশ সময়: ১২:০৭:০৪   ৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে আর্সেনাল
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
ভালো শুরুর পর বিপর্যয়, শেষে নাহিদা-রাবেয়ার প্রতিরোধে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ