৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর অতিরিক্ত হিসেবে আমরা আরও ২০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এর মূল উদ্দেশ্য হলো গ্রামের মানুষ চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, কয়েকদিন আগে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সৌদি আরব সফর করেন। সেখানকার সবচেয়ে বড় কোম্পানি ‘আরামকো’ বাজার মূল্যের চেয়ে কম মূল্যে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ পরিবারের সদস্যদের নামে অনেক প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সেগুলো বাতিল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ উপদেষ্টার পরিষদের সভায় দুটি প্রতিষ্ঠানের নামকরণ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:২২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযান, ১১জন গ্রেপ্তার
শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব : রুহুল কবীর রিজভী
চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সাহিত্যের অনুবাদ বিশেষ প্রয়োজন : বাংলা একাডেমির মহাপরিচালক
উজবেকিস্তানের সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
আধুনিক সেবার আওতায় আসছেন হজযাত্রীরা : ধর্ম উপদেষ্টা
ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের বিষয়ে আলোচনা
নির্বাচিত সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ : আমির খসরু
শিক্ষার্থীরা যাতে দেশের ভেতরেই ভবিষ্যত দেখতে পায়: সি আর আবরার
সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
আবারও বড় পর্দায় একসঙ্গে পরম-ইশা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ