
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক হোসিয়ারি সমিতিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু জানান, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যা হোসিয়ারি ব্যবসার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ওপর ছিনতাইকারীদের নজর বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে দূরপাল্লার ব্যবসায়ীরা আসতে ভয় পাচ্ছেন, যা হোসিয়ারি শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে।
তিনি আরও জানান, ইতোমধ্যে শহরের উকিলপাড়া, নয়ামটি, করিম মার্কেট ও দেওভোগ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া নয়ামটি এলাকায় হোসিয়ারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য দুটি গেট স্থাপনের কাজ চলছে।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম হোসিয়ারি সমিতির নেতাদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের সমস্যাগুলো সম্পর্কে আমি অবগত হয়েছি। ছিনতাই প্রতিরোধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. দুলাল মল্লিক, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, হাজী মো. শাহীন, মো. আব্দুল হাই, মো. মাসুদুর রহমান, মো. পারভেজ মল্লিক, সাইফুল ইসলাম হিরু, মো. নাছির শেখ, আব্দুস সোবহান ও বিল্লাল হোসেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:২০ ৭ বার পঠিত