জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং চুক্তি করতে রাজি হয়েছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং চুক্তি করতে রাজি হয়েছেন
বুধবার, ৫ মার্চ ২০২৫



জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং চুক্তি করতে রাজি হয়েছেন

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে এই ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প জানান, জেলেনস্কি আলোচনায় বসতে এবং চুক্তি করতে রাজি হয়েছেন।

বুধবার (৫ মার্চ) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এ সময় ট্রাম্প বলেন, তিনি আজ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, ‘আলোচনার টেবিলে বসতে তিনি রাজি আছেন।’

ট্রাম্প বলেন, ‘আমি ইউক্রেনের বর্বর সংঘাত শেষ করতে অক্লান্ত পরিশ্রম করছি।’

প্রতি সপ্তাহে হাজার হাজার রাশিয়ান এবং ইউক্রেনীয় নিহত হচ্ছেন। সেজন্য তিনি এই যুদ্ধ বন্ধ করতে চান বলেও জানান।

প্রশ্ন করেন, আপনারা কি আরও পাঁচ বছর ধরে যুদ্ধ দেখতে চান?

ট্রাম্প এরপর ইউরোপের সমালোচনা করে বলেন, ইউক্রেনকে সহায়তা করার চেয়ে রাশিয়ার তেলের ওপর ইউরোপ বেশি অর্থ ব্যয় করেছে।

সেই তুলনায়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েকশো বিলিয়ন সহায়তা দিয়েছে বলে জানান তিনি।

তারপরে ট্রাম্প জানান, জেলেনস্কি চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে রাজি হয়েছেন এবং যুদ্ধ শেষ করতেও প্রস্তুত আছেন।

এর আগে গত শুক্রবার, ওভাল অফিসে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানস জেলেনস্কির সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ার সামনে তর্কে জড়ান । ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি শান্তি চান না। এজন্য তিনি রাশিয়ার বিষয়ে হোয়াইট হাউসের আলোচনার শর্তে রাজি নন। পরে হোয়াইট হোউজ থেকে তাকে বেরিয়ে যেতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১২:২৮:৪৬   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং চুক্তি করতে রাজি হয়েছেন
সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড নিক্ষেপ, আইন প্রণেতা আহত
পাকিস্তানে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প
জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিলেন চালক, নিহত ২
ট্রাম্পের পরিকল্পনা মোকাবেলায় আরব শীর্ষ কূটনীতিকদের বৈঠক
ট্রাম্প-জেলেনস্কির বাগবিতণ্ডার পর ইউক্রেনের ভবিষ্যৎ কী?
রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে ইসরাইল রাজি
সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া
হজ পালনে ঘোড়ায় চেপে স্পেন থেকে মক্কার পথে ৩ বন্ধু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ