সজনে ডাঁটা ৪০০ টাকা কেজি, সেঞ্চুরি উস্তে-পটল-ঢেঁড়সের

প্রথম পাতা » খুলনা » সজনে ডাঁটা ৪০০ টাকা কেজি, সেঞ্চুরি উস্তে-পটল-ঢেঁড়সের
বুধবার, ৫ মার্চ ২০২৫



সজনে ডাঁটা ৪০০ টাকা কেজি, সেঞ্চুরি উস্তে-পটল-ঢেঁড়সের

কুষ্টিয়া শহরের কাঁচাবাজার গুলোতে ঔষধি গুণে ভরা সজনে ডাঁটা এখন বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। গত এক সপ্তাহ আগে বাজারে উঠতে শুরু করে গ্রীষ্মকালীন এই দেশি সবজি। এক সপ্তাহ আগে প্রতি কেজি ৬০০ টাকা দামে বিক্রি করা হয়েছে। বাজারে সবচেয়ে দামি সবজি এখন দেশি সজনে ডাটা।

এছাড়া সেঞ্চুরির তালিকায় রয়েছে উস্তে, পটল ও ঢেঁড়স। প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ১২০ টাকায়, পটল ও উস্তে বিক্রি করা হচ্ছে ১০০ টাকা কেজিতে। রমজানে লেবু, শসা, বেগুন, আলুর দামও বৃদ্ধি পেয়েছে।

এছাড়া আঙুর, আপেল, কমলা, মাল্টা, তরমুজ ও কলাসহ প্রায় সব ফলের দামই বেড়েছে কেজিতে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত। এসব পণ্য কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের হিমশিম খেতে হচ্ছে। প্রতি বছরের মতো এবার রমজানেও অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করতে মরিয়া হয়ে উঠেছেন। সরবরাহ ঠিক থাকলেও দাম বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) কুষ্টিয়া পৌর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে বাজারে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভোক্তারা।

বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম। বাজারে যেসব জিনিসপত্রের আমদানি কম ও চাহিদা বেশি, সেসব জিনিসপত্রের দাম বেড়েছে। রোজায় লেবু, শসা, বেগুন, পটল, উস্তে, সজনে ডাটা ও ফলের দাম বেড়েছে। রোজায় বাজারে মানুষের উপচে পড়া ভিড়। চাহিদা অনেক বেশি হওয়ার কারণে এসব জিনিসের দাম কিছুটা চড়া। পাইকারি দাম বেড়ে গেলে খুচরা দাম বেড়ে যায়। দাম বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা ব্যবসায়ীদের হাত নেই।

কুষ্টিয়া পৌর কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সজনে ডাঁটা ৪০০ টাকা কেজি দামে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি উস্তে ১০০ টাকা, পটল ১০০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, আলু ২০ টাকা, বেগুন ও শসা বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এক হালি লেবু বিক্রি করা হচ্ছে ৬০ টাকায়।

প্রতি কেজি আঙুর ৩২০ টাকায় বিক্রি করা হচ্ছে। আপেল প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৮০ টাকা কেজি, কমলা প্রকারভেদে ২৭০, ৩০০ ও ৩৫০ টাকা কেজি। মাল্টা ৩২০ টাকা কেজি, নাসপাতি ৩২০ টাকা কেজি, তরমুজ ৫৫ থেকে ৬০ টাকা কেজি।

এক সপ্তাহ আগের ৪০ টাকা কেজির বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। একই সময় শসা ও লেবুর দাম বেড়েছে। ৩০ টাকা কেজির হাইব্রিড শশা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ৪০ টাকা কেজির দেশি শশা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। লেবু প্রকারভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৮০ টাকায়। কয়েক দিনের ব্যবধানে প্রতি হালিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। পরিকল্পিতভাবে এসব জিনিসের দাম বাড়ানো হয়েছে। রোজায় হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

সবজি বিক্রেতা মহির উদ্দিন জানান, গত কয়েকদিন আগেই সজনে ডাঁটা, পটল, উস্তে, ঢেঁড়স বাজারে উঠেছে। আগে সজনে ডাঁটা ৬০০ টাকা কেজি বিক্রি করেছি। দু-তিনদিন ধরে ৪০০ টাকা কেজি বিক্রি করছি। ঢেঁড়স ১২০টাকা কেজি বিক্রি করছি, পটল ও উস্তে ১০০ টাকা কেজি। জিনিসপত্রের আমদানি কম, কিন্তু কাস্টমারের চাহিদা বেশি। আমদানির তুলনাই চাহিদা বেশি হওয়ার কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। রোজার সময় ক্রেতাদের চাহিদাও বেড়ে যায়, দামও বেড়ে যায়।

ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের পক্ষে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব না বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

ক্রেতারা বলেন, বিশ্বের অনেক দেশে রমজান উপলক্ষে খাদ্যপণ্যের মূল্য কমানো হয়। ব্যবসায়ীরা লভ্যাংশ ছাড় দিয়ে রোজায় কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে। অথচ আমাদের বাংলাদেশের চিত্র উল্টো। কুষ্টিয়ায় রমজানে বিভিন্ন জিনিসপত্রের দামে বেড়েছে। সবজি ও ফলমূলের দাম বেড়েছে বেশি। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে রোজায় জিনিসপত্রের দাম বেড়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা-না হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। বাজারে সরকারের নজরদারি বাড়ানো ও আসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন ক্রেতারা।

এ বিষয়ে কথা বলার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করি। কোথাও কেউ যদি সিন্ডিকেট বা অতিমুনাফা করতে যায়। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে সরবারাহ ও চাহিদার ওপরে দাম বাড়ে এবং কমে। আমরা আমাদের বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দোষী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫০:২৮   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন
সজনে ডাঁটা ৪০০ টাকা কেজি, সেঞ্চুরি উস্তে-পটল-ঢেঁড়সের
বেনাপোলে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
অযাচিত তর্ক-বিতর্কে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই: তারেক রহমান
যশোরে দেড় কোটি টাকার রুপার অলংকার জব্দ, আটক ২
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান
কুয়েটে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা, থমথমে পরিস্থিতি
সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা যাবে না : মির্জা ফখরুল
মোংলায় গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিল জনতা
সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ