শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব : রুহুল কবীর রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব : রুহুল কবীর রিজভী
বুধবার, ৫ মার্চ ২০২৫



শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব : রুহুল কবীর রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শিক্ষক সমাজকে অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’

তিনি বলেন, ‘শিক্ষক কর্মচারীরা এই রমজান মাসে রাজপথে থেকে বেতন ভাতার জন্য আন্দোলন করবে এটা আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করি না। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে গিয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে এমপিও’র দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা।

বিএনপির সিনিয়র নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাঈদের রক্ত ঝড়া সরকার, মুগ্ধ আর আহনাফের রক্ত ঝড়া সরকার। তাদের দায়িত্ব মানুষ গড়ার কারিগর শিক্ষকদের দু:খ কষ্ট লাঘব করা। অথচ নন-এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছেন, সরকারের পক্ষ থেকে এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করা হয়নি।

বিএনপির মুখপাত্র বলেন, যারা ভালো কিছু করতে চায় তাদের বিরুদ্ধেই লোক লেগে যায়।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:০৬   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে ডেভিল হান্ট অভিযান, ১১জন গ্রেপ্তার
শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব : রুহুল কবীর রিজভী
চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সাহিত্যের অনুবাদ বিশেষ প্রয়োজন : বাংলা একাডেমির মহাপরিচালক
উজবেকিস্তানের সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
আধুনিক সেবার আওতায় আসছেন হজযাত্রীরা : ধর্ম উপদেষ্টা
ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের বিষয়ে আলোচনা
নির্বাচিত সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ : আমির খসরু
শিক্ষার্থীরা যাতে দেশের ভেতরেই ভবিষ্যত দেখতে পায়: সি আর আবরার
সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
আবারও বড় পর্দায় একসঙ্গে পরম-ইশা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ