
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর বিপুল হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(৭ মার্চ) দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মামলার প্রধান আসামি আপেলকে সঙ্গে নিয়ে তার গ্রামের বাড়ী তারাকান্দি এলাকায় যান। সেখানে গিয়ে তার দেখানো মতে বাড়ীর পশ্চিম পাশে বাঁশঝাড়ের ঝোপের ভিতর থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ২টি রামদা, ১টি সামরায়, ও ১টি চাইনিজ কুড়াল স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন কালু তালুকদারের ছেলে আতাউর রহমান বিপুলের সাথে তার চাচাতো ভাই মোঃ আসাদুজ্জামান আপেল এর দীর্ঘদিন যাবৎ বাড়ীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
আর এই বিরোধকে কেন্দ্র করেই মৃত তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেল এর নেতৃত্বে গত (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় এজাহার নামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আতাউর রহমান বিপুলসহ তার পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
এতে আসামী-আসাদুজ্জামান আপেল ও তার সহযোগীরা এসব দেশীয় অস্ত্র দিয়ে আতাউর রহমান বিপুলকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে তার শরীর হতে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন করে। এই দেখে বিপুলের মা আছমা বেগম ও তার স্ত্রী মুক্তা বেগম ফিরাতে গেলে তাদের কেউ এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম ও আহত করে।
পরে আতাউর রহমান বিপুল সহ আহত ৩ জন কে স্থানীয় জনতা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জখমী আতাউর রহমান বিপুলকে মৃত ঘোষনা করেন এবং তার মাও স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এরপর উক্ত ঘটনায় বিপুল এর ভাই আলামিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, বিপুল হত্যা মামলার প্রধান আসামী আপেলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ড আবেদন সহ প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত ১ দিনের পুলিশ রিমান্ড মুঞ্জুর করেন। পরে পুলিশ রিমান্ডে এনে তাকে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে বিপুল হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্রের সন্ধান দেন। পরে দেখানো মতে নির্দিষ্ট স্থান থেকে দেশীয় এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ও ডিবি পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল হত্যা মামলার এজাহারনামীয় দশজন আসামীর মধ্যে প্রধান আসামি আপেলসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:৫২ ১৫৫ বার পঠিত