মাতৃত্বকালীন ছুটিতে বৈষম্য না রাখার আহ্বান নারী নেত্রীদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাতৃত্বকালীন ছুটিতে বৈষম্য না রাখার আহ্বান নারী নেত্রীদের
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



মাতৃত্বকালীন ছুটিতে বৈষম্য না রাখার আহ্বান নারী নেত্রীদের

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বৈষম্যহীনভাবে ৬ মাস করার দাবী জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে নারী শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

“অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার সকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি সবার জন্য চালু করতে হবে। আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় রেখে শ্রমিকের সংজ্ঞা সঠিকভাবে বিবেচনা করতে হবে। মাতৃত্বকালীন ছুটি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ৬ মাস, পোশাক খাতের জন্য ৪ মাস। আবার অনানুষ্ঠানিক খাতে ছুটির বিষয়ে কিছুই বলা হয়নি। নারী অধিকারের ক্ষেত্রে এই বৈষম্য মেনে নেয়া যায় না।

বক্তারা বলেন, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের ভবিষ্য তহবিল, গ্র্যাচুইটি, স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করার অধিকার, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, চাকরির নিশ্চয়তা, নিরাপদ কর্মস্থল, কর্মক্ষেত্রে যাতায়াতকালে সংঘটিত দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষ দায় নিচ্ছে না। শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে শ্রমিক পক্ষের মতামত ও লিখিত প্রস্তাবনাকেও আমলে নেওয়া হয়নি। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অর্জনকে সম্মানিত করে লিঙ্গ সমতা ত্বরান্বিত করতে হবে।

বক্তারা বলেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে ৭ কোটি ৬৫ লাখ শ্রমিকের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার কমিশন ‘শ্রম আইন সংশোধনের যে খসড়া চুড়ান্ত করেছে তা প্রকৃত পক্ষে শ্রমিকবান্ধব নয়।

গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও নারী কমিটির সভাপতি রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড স্যুয়েটারর্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক খায়রুল আলম মিন্টু, দপ্তর সম্পাদক ও নারী কমিটির সাধারন সম্পাদক আমরিন হোসাইন এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখ, প্রচার সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মিসেস সুইটি, সেলিনা হোসাইন, বেসিক ইউনিয়নের নেতা নাসরিন আক্তার মো. ফারুক, মো. সুমন হোসেন মোল্লা, স্বপ্না আক্তার, খাদিজা আক্তার প্রমুখ।

সমাবেশ শেষে একটি র‌্যালি জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, তোপখানা রোড এবং পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯:১০:৪৯   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
এবার টেলিভিশনে দেখা যাবে ‘দরদ’
প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না : রিজভী
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
এমবাপ্পে-ভিনির গোলে বার্সার পাশে রিয়াল
জামালপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা
বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য
অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে: সিইসি
আর্জেন্টিনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ২
মার্ক কার্নি, কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী, ভিন্ন জগৎ থেকে ক্ষমতার মানচিত্রে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ