
দুবাইয়ের উইকেটে টার্ন মিলে। শেষ তিন ম্যাচে এই সুবিধা কাজে লাগিয়েই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছে টিম ইন্ডিয়া। একাদশে পেসারদের চেয়ে স্পিনারদের আধিক্যও সে কারণেই। প্রথম ম্যাচে তিন স্পিনার নিয়ে খেললেও পরের দুই ম্যাচে সংখ্যাটা বেড়েছে।
ভারতের পরের দুই ম্যাচ, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে বাড়তি স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী খেলেছেন। ৩৩ বছর বয়সি এই রহস্য স্পিনার সেখানে বাজিমাতও করেছেন। কিউইদের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে নিয়েছেন ২টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটসংখ্যা কম হলেও যার উইকেটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়, সেই ট্রাভিস হেডকে ফিরিয়েছিলেন ৩৯ রানে, ভেন্যু সেই দুবাই-ই।
অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব; আজ দুবাইয়ে ভারতের স্পিনারদের এই কম্বিনেশন ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে। যদি ভাঙেই, তবে কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে আর্শদীপ সিং কিংবা হার্শিত রানার মধ্যে কেউ ঢুকতে পারেন। মোহাম্মদ শামি তো থাকছেনই, অন্য ৬টি পজিশনের জন্য রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার নাম নিশ্চিতই বলা চলে।
স্পিন উইকেট বিধায় নিউজিল্যান্ডও চাইবে যত বেশি স্পিনার খেলানো যায়। তাদের দলে হাত ঘুরানোর মতো সদস্যদের মধ্যে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার নিয়মিতই খেলছেন। আজও হয়তো তার ব্যতিক্রম হবে না। টপঅর্ডারে আছেন উইল ইয়ং, কেন উইলিয়ামসনরা। এরপর টম লাথাম, ড্যারেল মিচেল। প্রশ্ন হলো, নিউজিল্যান্ড পেসার হিসেবে কাকে কাকে খেলাবে? কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকের খেলার সম্ভাবনা বেশি, ম্যাট হেনরি তো অবশ্যই। তবে শেষের জনের চোট সংক্রান্ত ছোট সমস্যার কথা জানা গিয়েছিল। তিনি না খেললে সুযোগ মিলতে পারে জ্যাকব ডাফি বা নাথান স্মিথের।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম লাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, উইলিয়াম ও’রোরকে, ম্যাট হেনরি/জ্যাকব ডাফি।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব/আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ১৪:৪৫:৩০ ১৪ বার পঠিত