এমবাপ্পে-ভিনির গোলে বার্সার পাশে রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপ্পে-ভিনির গোলে বার্সার পাশে রিয়াল
সোমবার, ১০ মার্চ ২০২৫



এমবাপ্পে-ভিনির গোলে বার্সার পাশে রিয়াল

কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও পুরো ম্যাচে ভায়োকানো দারুণ লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে প্রথমার্ধেই রিয়ালের হয়ে জাল কাঁপান এমবাপ্পে ও ভিনিসিয়াস। ভায়োকানোর একমাত্র গোলটি আসে পেদ্রো দিয়াসের পা থেকে। এই জয়ের মাধ্যমে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তবে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে, ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভায়োকানো।

ম্যাচের শুরুতে রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। আক্রমণে ধার বাড়িয়ে দেয় ভায়োকানো এবং গোলে শট নেওয়ার দিক থেকেও তারা ছিল এগিয়ে। তবে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।

৩০তম মিনিটে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর লুকা মদ্রিচের পাস থেকে বল পেয়ে একক নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস। ডি-বক্সে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান তারকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান পেদ্রো দিয়াস। তার বুলেট গতির শট ক্রসবারে লেগে গোললাইনের ভেতর ঢুকে পড়ে, পরে ভিএআরের সাহায্যে গোল নিশ্চিত করেন রেফারি।

এর আগে দিনের অন্য ম্যাচে শীর্ষে ওঠার সুযোগ হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। গেটাফের মাঠে হেরে গিয়ে তারা ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৫৫   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পে-ভিনির গোলে বার্সার পাশে রিয়াল
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করল ভারত
ফাইনালে টসে হেরে রেকর্ড রোহিতের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুই দলের একাদশ কেমন হবে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ১০ জনের দল নিয়েও জয় পেল বার্সেলোনা
ওয়ানডে থেকে অবসর ঘোষণার পরদিন মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচিং প্যানেলে রদবদল
অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ভারত
রমজানে ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো বিশেষ প্রার্থনা কক্ষ
প্রোটিয়াদের কাছে হেরে যে লজ্জার রেকর্ডে নাম লেখাল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ