
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে দেশব্যাপী নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ মার্চ) সকাল ১১টায় সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গণ সড়কে শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজের সঞ্চালনায় সরিষাবাড়ী অনার্স কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক সাইদুল হাসান শিপন, সহযোগী অধ্যাপক খাইরুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানার চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলীম সবুজ প্রমুখ এসময় বক্তব্য রাখেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আজ নারীদের নিরাপত্তা নেই। তাদের উপর যে পরিমাণ সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ সহ অনলাইনে হেনস্তা করা হচ্ছে এতে জাতি আজ লজ্জিত। আইনশৃঙ্খলার যে অবনতি ঘটেছে এবং ন্যায় বিচার পাওয়ার প্রতি মানুষের যে আস্থা ছিল তা হারিয়ে ফেলেছে। তাই দোষীদের অবিলম্বে গ্রেফতার সহ সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের এ মানববন্ধন ও প্রতিবাদ বলে বক্তারা জানান।
বাংলাদেশ সময়: ১৮:৫৭:৫১ ৬৪ বার পঠিত