একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব: নাহিদ ইসলাম
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব: নাহিদ ইসলাম

সংবিধান সংক্রান্ত বিষয় ছাড়া বাকি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়ন করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘একইসঙ্গে আগামী আইনসভা নির্বাচন ও গণপরিষদের নির্বাচন করা সম্ভব। এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং নতুন করে গণতন্ত্রের পথে আমরা যেতে পারবো। সকল কিছুই দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব’।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে ফ্যাসিবাদ-বিরোধী রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশবিরোধী শক্তিরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং দেশের বিপদ এখনও কাটেনি উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘নীতিগত বিরোধ থাকলেও ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় ঐক্য ধরে রাখতে হবে। এনসিপি বাংলাদেশের শাসন-কাঠামোর গুণগত ও মৌলিক পরিবর্তন চায়। তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি।’

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর মধ্যে নীতিগত বিরোধ থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে সেই ঐক্যের জায়গা থেকে কখনোই যেন আমরা সরে না যাই’।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ বলেন, ‘ফ্যাসিবাদী দোসর যারা ছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলের প্রত্যাশা। সেই কার্যক্রম আমরা দ্রুত দেখতে চাই। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই’।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম চালাচ্ছেনে তাদের প্রস্তাবিত জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই। আমরা সবার জায়গা থেকে সকলেই সহযোগিতা করবো’।

আগামী নির্বাচনের আগে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ ঘটাতে সরকারের প্রতি আহবান জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে। সরকারের একার পক্ষে আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।’

নাহিদ আরও বলেন, নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ ও আমলাতন্ত্র, মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন। তাই তাদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২২:১৭:৩০   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সমাজ কল্যাণ সমিতির রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত নয়: গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণির জেলায় উন্নিত করার দাবি মাসুদুজ্জামানের
ইসির অধীনে থাকবে না এনআইডি, দায়িত্ব পাবে স্বাধীন ডেটা অথরিটি
ধর্ষণের মামলার বিচার দ্রুত ও যথাযথভাবে হবে, আইন সংশোধনে খসড়া প্রস্তুত: আইন উপদেষ্টা
সাংবাদিকদের বেতন ৩০ বা ৪০ হাজারের নিচে নামলে পত্রিকা বন্ধ
প্রধান উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলা নিয়ে আলোচনা
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব
রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার কথা ভাবছে ঢাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ