সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ ঘটনায় ঝিনাইদহ থেকে আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ ঘটনায় ঝিনাইদহ থেকে আটক ১
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ ঘটনায় ঝিনাইদহ থেকে আটক ১

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় হাবিবুর রহমান হাবু নামের একজনকে ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে ১০ মার্চ ঝিনাইদহ জেলার সদরের গোয়ালপাড়া এলাকা থেকে র‌্যাব-৬ এর সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটককৃত হাবিবুর রহমান হাবু (৪২) হলেন সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের রাউৎগাও এলাকার আতশ আলীর ছেলে।

মামলার বরাতে র‌্যাব জানায়, ‘ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করতে পারে। প্রতিদিনের মত গত ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১ টায় ভিকটিম তার পেচাইন গ্রামের নিজ বাড়ী হতে রাউৎগাও যাওয়ার পথে আসামী হাবিবুর রহমান হাবুর বাড়ীর সামনে পৌছলে আসামী ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম যাতে ধর্ষণের বিষয়ে কাউকে কিছু না বলে তাই আসামী তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিমের মা রুমি আক্তার বাদী হয়ে হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর আসামী হাবিবুর রহমান হাবু’কে গ্রেফতারের জন্য র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ এর সহযোগিতায় ঝিনাইদহ থেকে ১০ মার্চ আটক করা হয়। আটককৃত হাবুকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৮   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহরকে “গ্রিন জোন” হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা
সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ ঘটনায় ঝিনাইদহ থেকে আটক ১
ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু
সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান
পাশবিকতাকে দমন করতে না পারলে মানুষ পশুতে পরিণত হয়: ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ অবকাঠামো প্রকল্পগুলোতে জাপানের অব্যাহত সহায়তা চায়
সাংবাদিকরা কারো কাছে মাথা নত করবে না : কাদের গনি চৌধুরী
আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার
পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা
আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না : হাসনাত আব্দুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ