দাপুটে জয়ে শেষ আটে বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » দাপুটে জয়ে শেষ আটে বার্সেলোনা
বুধবার, ১২ মার্চ ২০২৫



দাপুটে জয়ে শেষ আটে বার্সেলোনা

বেনফিকার বিপক্ষে প্রথম লেগে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় হাফে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্লিকের দল। তাতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেছে বার্সা। এদিকে লেভারকুসেনকে আবারও হারিয়ে শেষ আটে উঠেছে জার্মান ক্লাব বায়ার্ন।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। জয় ছোট হলেও শেষ আটে এক পা দিয়ে রেখেছিল কাতালানরা। দ্বিতীয় লেগে ঘরের মাঠে বার্সা ৩-১ গোলে জিতেছে। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। বাকি গোলটি এসেছে ইয়ামালের পা থেকে। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে কোর্য়াটার ফাইনালে পা রেখেছে হ্যান্সি ফ্লিকের দল।

মঙ্গলবার (১১ মার্চ) রাতের ম্যাচে ১১ মিনিটে প্রথম গোল করে বার্সা। দলকে এগিয়ে নেন রাফিনিয়া। এক মিনিট বাদেই ওটামেন্ডির গোলে সমতায় ফেরে বেনফিকা। ২৭ মিনিটে লামিনে ইয়ামাল গোল করে বার্সাকে ২-১ গোলে এগিয়ে নেন। ৪২ মিনিটে রাফিনিয়া গোল করে দলের সহজ জয় নিশ্চিত করেন। দ্বিতীয়ার্ধে একটি গোলও হয়নি।

এদিকে রাফিনিয়া জোড়া গোল করে একটি রেকর্ডে নাম লিখিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনো ব্রাজিলিয়ান কখনও ১০ গোলের বেশি করতে পারেনি। বেনফিকার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে গড়েছেন রাফিনিয়া। চলতি মৌসুমে তার গোল ১১টি। আসরে সর্বোচ্চ গোল স্কোরারও তিনি।

লেভারকুসেন ০-২ বায়ার্ন মিউনিখ
এদিকে লেভারকুসেনকে আবারও হারিয়েছে বায়ার্ন। প্রথম লেগে ৩-০ গোলে জয় পাওয়া বায়ার্ন, দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে ম্যাচটি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করেছে কম্পানির দল। বায়ার্নের হয়ে গোল করেছেন কেইন ও আলফোনসো ডেভিস।

ইন্টার ২-১ ফেইনুর্ড
ফেইনুর্ডকে প্রথম লেগে ২-০ গোলে হারানো ইন্টার দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পেয়েছে তাদের বিপক্ষে। ইন্টারের শেষ আট নিশ্চিত করার মিশনে গোল করেছেন চালালোঘনু ও থুরাম। ফেইনুর্ডের হয়ে গোলটি করেছেন মোডের।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১০   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দাপুটে জয়ে শেষ আটে বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির ইতিহাস কী বলছে?
এমবাপ্পে-ভিনির গোলে বার্সার পাশে রিয়াল
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করল ভারত
ফাইনালে টসে হেরে রেকর্ড রোহিতের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুই দলের একাদশ কেমন হবে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ১০ জনের দল নিয়েও জয় পেল বার্সেলোনা
ওয়ানডে থেকে অবসর ঘোষণার পরদিন মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক
ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচিং প্যানেলে রদবদল
অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ