‘১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত’, ফের ভারতকে আক্রমণ হোয়াইট হাউসের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত’, ফের ভারতকে আক্রমণ হোয়াইট হাউসের
বুধবার, ১২ মার্চ ২০২৫



‘১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত’, ফের ভারতকে আক্রমণ হোয়াইট হাউসের

শুল্ক ইস্যুতে দফায় দফায় ভারতের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি জানিয়েছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর কথা দিয়েছে ভারত। যদিও মোদি সরকার জানিয়েছে, আলোচনা চলছে।

এরই মাঝে শুল্ক নিয়ে আরও একবার দিল্লিকে নিশানা করল ওয়াশিংটন। এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের উচ্চ হারে শুল্ক নেওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আমেরিকান মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত। এটিকে সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যুক্তরাষ্ট্রের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করার সময়, আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্কের কথা উল্লেখ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন এবং ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক চান।

তিনি বললেন, “ভারতকে দেখুন… আমেরিকান অ্যালকোহলের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি। আপনার কি মনে এতে কেন্টাকি বোরবনকে (আমেরিকান হুইস্কি) ভারতে রপ্তানি করতে সাহায্য হয়? আমার মনে হয় না। এছাড়া আমাদের কৃষিপণ্যের ওপর ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করে।”

আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর শুল্ক আরোপের জন্য ভারতের সমালোচনাও করেন ক্যারোলিন। তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন। আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি আসলে আমেরিকান ব্যবসা এবং শ্রমিকদের স্বার্থের দিকে নজর রাখবেন…।”

এর আগে ভারতীয় শুল্ক নিয়ে লাগাতার নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন সময় ভারতকে সমালোচনার লক্ষ্যবস্তু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় বলেন, “ভারত আমাদের থেকে ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে।”

এমনকী সম্প্রতি ট্রাম্প জানান, আমেরিকার দাবি মেনে ভারত শুল্ক কমাতে রাজি হয়েছে। যদিও, এই দাবি অস্বীকার করা হয়েছে ভারতের পক্ষ থেকে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্যানেল জানিয়ে দেয়, আমেরিকাকে শুল্ক কমানোর ব্যাপারে এখনও কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

অবশ্য যুত্তরাষ্ট্রের চাপের কারণে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল দেশটি। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে।

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরেও শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৫৮   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে ট্রেনে জিম্মির ঘটনায় ২৭ সশস্ত্র হামলাকারী নিহত, উদ্ধার ১৫৫ যাত্রী
‘১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত’, ফের ভারতকে আক্রমণ হোয়াইট হাউসের
আর্জেন্টিনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ২
মার্ক কার্নি, কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী, ভিন্ন জগৎ থেকে ক্ষমতার মানচিত্রে
সিরিয়ায় তিনদিনে আসাদপন্থী গোষ্ঠীর ৭৪৫ বেসামরিক সদস্যকে হত্যা
বাংলাদেশে সরকার পরিবর্তন হলে সম্পর্ক কেমন হতে পারে জানালেন ভারতীয় সেনাপ্রধান
রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন: ট্রাম্প
স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে ভারত: রণধীর জয়সওয়াল
জেলেনস্কি যুদ্ধ বন্ধে এবং চুক্তি করতে রাজি হয়েছেন
সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড নিক্ষেপ, আইন প্রণেতা আহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ