মধ্যরাতে ছাড়া পেলেন ধানমন্ডিতে আটক মহিউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ্যরাতে ছাড়া পেলেন ধানমন্ডিতে আটক মহিউদ্দিন
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে আটক মহিউদ্দিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। দুই উপদেষ্টার হস্তক্ষেপের পর বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয় তাকে।

ওইদিন দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।

তিনি লিখেন, ‘ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে আটক মহিউদ্দিনকে কিছুক্ষণ আগে ধানমন্ডি থানা থেকে মুক্তি দেয়া হয়েছে। মাহবুব আমধ্যরাতে ছাড়া পেলেন ধানমন্ডিতে আটক মহিউদ্দিন

লম মাহির ও মুশফিকুর রহমান জোহান ভাই এবং আমি রাত ১০টায় তার জামিনের ব্যাপারে কথা বলতে ধানমন্ডি থানায় যাই। কিন্তু ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক হওয়ায় পুলিশ প্রথমে নিজেদের পক্ষ থেকে মুক্তি দিতে অপারগতা প্রকাশ করে।’

সিফাত আরও লিখেন, ‘পরবর্তীতে তথ্য উপদেষ্টা মাহফুজ ভাইয়ের মাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ছেলেটির মুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে রাত ১২টা নাগাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনার পর মুচলেকা নিয়ে মহিউদ্দিনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেন।’

এর আগে গত বুধবার ধানমন্ডিতে ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেসময় মহিউদ্দিনের একটি ফুডকার্ট উচ্ছেদ করা হয়। তখন মহিউদ্দিন এই উচ্ছেদ বন্ধে প্রতিবাদ করেন। এরপর পুলিশ তাকে মারধরের পর আটক করে ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। মহিউদ্দিনের প্রতিবাদের বক্তব্য এবং পুলিশের মারধরের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২:০৭:০০   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অটোমেশন হচ্ছে শাহজালালের এয়ার ট্রাফিক সিস্টেম, দক্ষভাবে পরিচালনার পরামর্শ
চাঁদপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে
ইসির অধীনেই থাকা উচিত এনআইডি : ইসি সচিব
ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬
চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
রমজানে জাকাত ও ফিতরা আদায়ের গুরুত্ব
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২
মধ্যরাতে ছাড়া পেলেন ধানমন্ডিতে আটক মহিউদ্দিন
সচিবালয়, যমুনা ও শাহবাগে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ