জামালপুরে বিএনপি’র সমর্থককে পিটালো আঃ লীগ সমর্থকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিএনপি’র সমর্থককে পিটালো আঃ লীগ সমর্থকরা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫



জামালপুরে বিএনপি’র সমর্থককে পিটালো আঃ লীগ সমর্থকরা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে তরিকুল ইসলাম(৩২) নামে এক বিএনপি’র সমর্থককে পিটিয়ে আহত করেছে আঃ লীগ সমর্থকরা। শুক্রবার (১৪ মার্চ) বিকালে পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় এঘটনা ঘটেছে।

আহত তারিকুল ইসলাম মাদারগঞ্জ উপজেলা কয়ড়া চর গোলাবাড়ী গ্রামের নূরুল ইসলামের ছেলে। সে দীর্ঘ ১৫ বছর যাবৎ সরিষাবাড়ীতেই বসবাস করে এবং পৌরসভার সাতপোয়া গ্রামের আবুল কালাম এর মেয়েকে বিবাহ করে এখানেই ঘরবাড়ি করে বসবাস করে আসছে। তরিকুল পেশায় একজন পিকআপ চালক এবং দলীয় ভাবে বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতপোয়া উদয়ন মোড় এলাকায় চাঁন মিয়া দোকানের সামনে বসে কয়েকজন মিলে রাজনৈতিক আলাপ আলোচনা করছিল। এমন সময় কথার কথায় দোকানদার চাঁনের ছেলে মমিনকে আগের দিন আর নাই এই কথা বললে মমিন তরিকুলের উপর উত্তেজিত হয় এবং একপর্যায়ে তরিকুলকে মমিন ও তার ভাই মুস্তাক দোকানের ঝাপের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। বর্তমানে সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আহত তরিকুল বলেন, তাদের সাথে আমার টাকা-পয়সা জমিজমা নিয়ে কোন বিবাদ নেই। আমি শুধু বলেছি আগের দিন আর নেই, এ কথা বলার সাথে সাথে সে আমার উপর উত্তেজিত হয়ে দোকানে ঝাঁপের লাঠি দিয়ে আমাকে পিটিয়ে আমাকে আহত করে। আমার অপরাধ আমি বিএনপি’র পক্ষ নিয়ে কথা বলেছি কেন।

এ বিষয়ে অভিযুক্ত মমিন ও মোস্তাক কে না পেয়ে তার বাবা চাঁন মিয়া কে জিজ্ঞাস করলে তিনি বলেন, এখানে তেমন কিছুই হয়নি। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়েছে। এর চেয়ে বেশি কিছু হয়নি। এটি কোন রাজনৈতিক বিষয় নয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এখনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪০   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, পিডিবির মামলা
জামালপুরে বিএনপি’র সমর্থককে পিটালো আঃ লীগ সমর্থকরা
ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো জনতা
সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করে নতুন তথ্য ফাঁস আলিয়ার!
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা: মহিলা পরিষদের মৌন পরিষদ
সুন্দরবন থেকে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
মার্কিন বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন
বড় জয়ে শেষ আটে ইউনাইটেড
ইতিকাফের মাসয়ালা ও গুরুত্বপূর্ণ তথ্য
কোবেনহাভনকে হারিয়ে শেষ আটে লেগিয়াকে পেল চেলসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ