
ইপিএলে সুপার সানডে নাইটে দুই লন্ডন ডার্বি। এমিরেটসে ওয়েস্ট লন্ডনের ক্লাব চেলসিকে আতিথ্য দেবে নর্থ লন্ডনের দল আর্সেনাল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে এই হাইভোল্টেজ দ্বৈরথ। একই সময়ে ক্রাইভেন কার্টেজে ফুলহ্যামের বিপক্ষে আতিথ্য নেবে টটেনহ্যাম হটস্পার।
১১৮ বছরের পুরানো একটা লড়াই। মিশে আছে ঘৃণা প্রতিদ্বন্দ্বিতা অহম মর্যাদা। জিততেই হবে জেতা উচিৎ লন্ডন জুড়ে এক যুদ্ধ যুদ্ধ আবহ। চেলসি আর আর্সেনাল, কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান।
কালের আবর্তে সময় পাল্টালেও সেই উত্তেজনার পোড়া বারুদের গন্ধ টের পাওয়া যাচ্ছে এবারো। পাক্কা ১৫ পয়েন্টে এগিয়ে থাকায় ইপিএলে লিভারপুলের শিরোপা পুনরুদ্ধার সময়ের ব্যাপার। তবে শেষ হয়েও যেন হইলো না শেষ। সব রোমাঞ্চ জমিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াই।
সে লড়াইয়ে অবশ্য ভিন্ন চ্যালেঞ্জ চেলসির। এমনিতেই এবারের লিগে এক অলরেডস ছাড়া কেউই ধারাবাহিক নয়। ২৮ ম্যাচে ব্লুরা পয়েন্ট খুঁইয়েছে ১৪ বার। তবে আর্সেনালকে হারাতে পারলেই সেরা চারের সমীকরণ হয়ে যাবে অনেকটাই সহজ।
অবশ্য এনজো মারেস্কার জন্য অস্বস্তি সাসপেনশনে মিখাইল মুদ্রিককে না পাওয়া। মালো গুস্তোকে নিয়েও আছে শঙ্কা। ওয়েস্লি ফোফানা, রিস জেমস ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পাওয়া দুজনকেই দেখা যাবে শুরুর একাদশে।
অন্যদিকে ইপিএলে ড্রয়ের বৃত্তে বন্দী আর্সেনালের সময় যাচ্ছে ভালো মন্দের মিশেলে। আন্তর্জাতিক বিরতি শেষেই রিয়ালের বিপক্ষে বিগ ক্ল্যাশ। তাইতো ফিফা উইন্ডোর আগে হওয়া শেষ ম্যাচে স্বস্তির জয় চাই তাদেরও।
হ্যামিস্ট্রিং থেকে ফিরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিতে শুরুর একাদশে রাখতে পারেন মিকেল আর্তেতা। লিসান্দ্রো ট্রসার্ডও লন্ডন ডার্বির জন্য ফুলফিট। তবে সব আলো থাকবে মোটে ১৭ বছর বয়সে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া অ্যাটাকিং মিডফিল্ডার ইথান নোয়ানেরির ওপর।
একই দিন একই সময়ে ওয়েস্ট লন্ডন আর নর্থ লন্ডন ডার্বি আছে আরও একটা। মুখোমুখি টটেনহ্যাম আর ফুলহ্যাম। এ ম্যাচ জিতলে ইউরোপা কিংবা কনফারেন্স লিগের পথে অনেকটাই এগিয়ে যাবে টটেনহ্যাম। তবে হারলে সেই সমীকরণ হয়ে যাবে আরও কঠিন।
মুখোমুখি দু’দলের এর আগের ৪১ সাক্ষাতে ২২ জয়ে টটেনহ্যামের আধিপত্য। তবে স্পারদের জন্য শঙ্কার কারণ ২০২০ সালের পর আর অ্যাওয়েতে টানা তিন ম্যাচ না জেতা।
বাংলাদেশ সময়: ১১:৫৩:৪৯ ৯ বার পঠিত