
ইউক্রেন সংঘাত বন্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহেই আলোচনা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।
রোববার (১৬ মার্চ) সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন বিশেষ দূত উইটকফ জানান, মস্কোতে তার বৈঠক ইতিবাচক ছিল এবং তা তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়।
তিনি বলেন, ‘এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে একটি ফোনালপ হবে বলে আশা করি।’
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ। পুতিনের সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন উইটকফ।
সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে, সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ।
রাশিয়া এখনো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন সংঘাত বন্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়নি। তবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিষয়টি নিয়ে ফোনে কথা বলেছেন। রাশিয়ার মতে, গেল মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের আলোচনার ভিত্তিতে উভয় পক্ষই কিছু নির্দিষ্ট বিষয় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছে।
পুতিন যুদ্ধবিরতির জন্য ৩০ দিনের একটি পরিকল্পনা সমর্থন করেছেন, তবে বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া, রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় দেয়া হয়েছে।
পুতিন আশ্বস্ত করেছেন, তারা আত্মসমর্পণ করলে নিরাপদে ও সম্মানজনক আচরণ করা হবে। তবে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা জানান, কুরস্ক অঞ্চলে তাদের সেনারা সামরিক অভিযান চালিয়ে যাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গেল সোমবার ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ চান না পুতিন। রাশিয়ার কুরস্ক অঞ্চল ও ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যা বলছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি। তার ইউরোপীয়ন মিত্ররাও পুতিনকে যুদ্ধবিরতিতে নিঃশর্ত রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২:৩১:০৩ ৬ বার পঠিত