বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান
সোমবার, ১৭ মার্চ ২০২৫



বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘আগামীতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা যখন উজ্জ্বল হয়েছে, তখন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় ৩১ দফার উপরে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সোমবার সকালেও বাংলাদেশের কয়েকটি পত্রিকায় কিছু খবর দেখলাম। পরে কেন্দ্রীয় অফিসে (নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) যখন আমি খবর নিলাম- কার্যালয়ের কর্মকর্তারা আমাকে জানালো, ঘটনা ঘটেছে একরকম, পত্রিকায় উপস্থাপন করা হয়েছে আরেক রকমভাবে।

বাংলাদেশের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারী গোষ্ঠী তাদের সঙ্গে যে সকল মিডিয়া হাউজের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ফেইক নিউজ প্রকাশ করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করছে। এক-এগারো’র সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, সেভাবে একটি প্রেক্ষাপট তৈরি করার জন্য তারা চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, এক-এগারো’র ষড়যন্ত্র ছিল দেশের জনগণ, গণতন্ত্রের ভিত্তি ও দেশের বিরুদ্ধে, তেমনই একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এটি শুধু কথার কথা না। এই রকম একটি ষড়যন্ত্র দিনদিন গড়ে উঠছে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী শক্তিসহ সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে পোক্তভাবে গড়ে উঠছে।

স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিতার কোন সরকার নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন করতে হলে একটি জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। একটি নির্বাচিত সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যেই সরকার বাধ্য থাকবে; সেই সরকারের পক্ষেই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

তারেক রহমান বলেন, এখানে একজন বক্তা নতুন ভোটারদের কথা বলেছেন, তাদের চিন্তা-ভাবনাগুলো কি, এখনো আমরা সঠিক জানি না। নতুন ভোটারদের কাছে যুক্তি-তর্ক দিয়ে আপনারা (অনলাইন এক্টিভিস্ট) তাদের মোটিভেট করতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি।

অনলাইন এক্টিভিস্টদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন থেকে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্রের ঘাড়ে স্বৈরাচারে চেপে বসেছিল, তখন থেকে আপনারা সংগঠিত হয়ে জনগণ ও বিরোধীদলীয় নেতাকর্মীদের কথা তুলে ধরেছেন- যুদ্ধ আপনারাও করেছেন, যার কারণে আপনাদেরকেও বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে আপনারা এসেছেন তার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০১   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
লুটেরাদের পরিবর্তে জনগণের শাসনব্যবস্থা কায়েম করতে হবে : জোনায়েদ সাকি
ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান
শহীদ জিয়ার সৈনিকেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা : মিনু
মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে: আইন উপদেষ্টা
স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ওপর প্রধান বিচারপতির গুরুত্বারোপ
রোহিঙ্গা প্রত্যাবাসনে রোডম্যাপ নিশ্চিত করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ